free tracking

সেই ভাইরাল বেপরোয়া চালকের কী পরিণতি হলো?

৩০০ ফিটের ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে একটি ব্যাটারিচালিত অটোরিকশা। পেছনের সিটে বসা পুলিশে এক সদস্য। আর মোটরসাইকেল নিয়ে তাড়া করছেন আরেকজন পুলিশ সদস্য। বেপরোয়া সেই অটোরিকশা ধাক্কা মেরেছে আশপাশের কয়েকটি গাড়িকে। এতে এক মোটরসাইকেল আরোহী পড়ে আহতও হন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা গণমাধ্যমকে জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ৩০০ ফিট সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগে। পরবর্তীতে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল ও সার্জেন্ট রোকন সেই গাড়ি দুটি আটক করে মীমাংসার চেষ্টা করেন। সে সময় কনস্টেবল অটোরিকশার ভেতরেই ছিলেন। এ ঘটনার এক পর্যায়ে থানায় ফোন করেন সার্জেন্ট রোকন।

থানা পুলিশে কল দেওয়া দেখে অটোরিকশা চালক কনস্টেবলকে নিয়েই অটোরিকশা চালিয়ে পালানোর চেষ্টা করেন। তবে কিছুদূর গিয়ে অটোরিকশা চালককে আটক করেন সার্জেন্ট রোকন। পরে থানা পুলিশ এসে পাশের ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যায় লিটনকে।

লিটন দাবি করেন, পুলিশের কথা শুনে ভয়ে পালানোর চেষ্টা করেন তিনি।

সোহেল রানা আরও জানান, পরে সেই প্রাইভেটকার চালক লিখিত কোনো অভিযোগ না দেওয়ায় পরিবারের জিম্মায় মুচলেকা দিয়ে অটোরিকশা চালক লিটনকে ছেড়ে দেওয়া হয়।

বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা বলেন, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ব্যক্তি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *