ঘন-কালো ও উজ্জ্বল চুল পেতে আমরা কত কিছুই না করি। অনেকে চুলে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন। চুল নিয়ে প্রত্যেকেই কম-বেশি চিন্তিত। আসুন জেনে নিই চিনি মিশিয়ে চুলে শ্যাম্পু করলে কী হয়।
নিজের চুলের ধরন দেখে শ্যাম্পু বেছে নিন। কিন্তু শ্যাম্পুর সময় এক চামচ চিনি মিশিয়ে দেখুন কী অসাধারণ কাজ দেয়। মাথার চামড়ায় এই চিনি ক্লিনজিং, ময়শ্চারাইজিংয়ের কাজ করবে দারুণভাবে।
নিজের চুলের ধরন দেখে শ্যাম্পু বেছে নিন। কিন্তু শ্যাম্পুর সময় এক চামচ চিনি মিশিয়ে দেখুন কী অসাধারণ কাজ দেয়। মাথার চামড়ায় এই চিনি ক্লিনজিং, ময়শ্চারাইজিংয়ের কাজ করবে দারুণভাবে।
অনেক সময় শ্যাম্পু করার পরও আমাদের চুলে সেই উজ্জ্বলতাটা আসে না। ১ চামচ চিনির সঙ্গে শ্যাম্পু মিশিয়ে মাখলে চুল ফিরে পাবে তার স্বাভাবিক উজ্জ্বলতা।
চুলে খুশকির সমস্যা কমাতেও এই টোটকাই কাজে লাগাতে পারেন। নিয়মিত শ্যাম্পুর সঙ্গে যদি এক চামচ চিনি মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করেন, তাহলে তা আস্তে আস্তে ত্বকের মৃত কোষগুলো পরিষ্কার করে ফেলবে। ফলে খুশকির সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন।
মজবুত ঘন চুল পেতে কার না ভালো লাগে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই প্রচুর পরিমাণে চুল ঝরে চুল পাতলা হয়ে যায়। শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে চুলে লাগালে চুল ঘন ও মজবুত হয়।
কারো কারো ক্ষেত্রে শ্যাম্পু করার পর চুল খুব শুষ্ক হয়ে যায়। শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে চুল হবে আর্দ্র।
Leave a Reply