free tracking

বলিউডের যে নায়কের সঙ্গে সম্পর্কে ছিলেন শাহরুখকন্যা!

বক্স অফিসে আক্ষরিক অর্থে ঝড় তুলে দিয়েছে ‘সাইয়ারা’। ছবি দেখতে গিয়ে নাকি আবার প্রেমের ওপর বিশ্বাস অর্জন করছে দর্শকেরা। ছবিতে নেই কোনো তথাকথিত বক্স অফিস কাঁপানো তারকা। নতুন দুই মুখ অভিনয় করেছেন নায়ক ও নায়িকার চরিত্রে। নায়ক অহান পাণ্ডে নাকি মুগ্ধ করেছেন তার অভিনয়ে। তবে এই অহানকে নিয়ে চর্চা হয়েছে আগেও। সম্পর্কে অনন্যা পাণ্ডের চাচাতো অহান। শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে নাকি একটা সময়ে সম্পর্কে ছিলেন অহান। পুরোনো একটি ভিডিও সেই জল্পনাই উসকে দিয়েছে।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অহান ও সুহানাকে একসঙ্গে ফ্রেমবন্দি করে ফেলেন ছবিশিকারিরা। কিন্তু তারা যেনতেন প্রকারের ছবিশিকারিদের থেকে নিজেদের লুকোনোর চেষ্টা করছেন। জায়গাটি দেখে নেটাগরিকদের অনুমান, এটি কোনো ছবির প্রেক্ষাগৃহের বাইরে তোলা। ভিডিওতে স্পষ্ট, তারা ছবিশিকারিদের দেখে ঘাবড়ে গিয়েছেন।

এই একই সময়ে অহান অভিনেত্রী-মডেল শ্রুতি চৌহানের সঙ্গেও সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে। ‘সাইয়ারা’ ছবির প্রশংসাও করেছেন শ্রুতি। তাই অহানের সঙ্গে শ্রুতির সম্পর্কের জল্পনা ঘনীভূত হয়েছে। যদিও সুহানার সঙ্গে অহানের এই ভিডিওর নেপথ্যের রহস্যের এখনো উদঘটান হয়নি।

অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে সুহানা সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়। তাই অহানের সঙ্গে এই ভিডিও নিয়ে প্রশ্ন উঠেছে নেটাগরিকদের মনে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অহান ভিডিওকে স্রেফ ভিত্তিহীন একটি গুজব বলে দাবি করেছেন।

উল্লেখ্য, ‘সাইয়ারা’ ছবিতে অহানের বিপরীতে দেখা গিয়েছে অনীত পদ্দাকে। এটিই তার প্রথম ছবি। অহান ও অনীতের রসায়নও দর্শকের মনে দাগ কেটেছে। এই ছবির আগে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন অনীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *