মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী একটি আকস্মিক ঘূর্ণিঝড় পুরো একটি পরিবারকে নিঃস্ব করে দিলো। সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এই ভয়াবহ ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড়টি আঘাত হানে বিরেন্দ্রনাথ ঢালীর বসতঘরে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার বাড়ির চাল উড়ে যায়, আসবাবপত্র ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং ঘরটি সম্পূর্ণ ধসে পড়ে।
বিরেন্দ্রনাথ ঢালী জানান, “সবকিছু এত দ্রুত ঘটলো যে কিছু বুঝে ওঠার আগেই ঘর কাঁপতে শুরু করে এবং মুহূর্তেই ভেঙে পড়ে। আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকব তাও জানি না।”
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘূর্ণিঝড়টি এতটাই হঠাৎ এসেছিল যে অনেকে ঘর থেকে বের হওয়ারও সুযোগ পাননি। প্রবল বাতাসে ঘরটি মুহূর্তেই উল্টে-পাল্টে যায়, এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার পরপরই এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় এবং সহযোগিতায় ঘরের ভাঙা আসবাবপত্র সরিয়ে নেয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বড়, যা একার পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব নয়।
এখনো পর্যন্ত কোনো সরকারি সহায়তা না পৌঁছালেও স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুনর্বাসন ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।
Leave a Reply