free tracking

বাবা জসীমের মতোই ছেলের অকাল মৃত্যু, কী হয়েছিল রাতুলের?

চিত্রনায়ক জসীমের ছেলে এবং রক ব্যান্ড ‘ওইনড’–এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুল মারা গেছেন। রোববার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে জানান, বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। তাৎক্ষণিক তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়েছিল। পরে লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে নেয়া হয়।

লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারের সুপারভাইজার মাসুদ রানা জানান, রাতুলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত ফেরানো যায়নি। হাসপাতাল থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহ বাসায় নেয়া হয়েছে।

চিত্রনায়ক জসীমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী। তারা কাজ করছেন সংগীতজগতে। তিনজনই যুক্ত ছিলেন ব্যান্ডের সঙ্গে।

এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত ‘ওইনড’ ব্যান্ডের সঙ্গে। সামী ড্রামার। আর রাতুল ওইনডের ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন।

মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা গেছেন জসীম। মৃত্যুর দুই যুগ পরও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া জসীমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *