বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের নামে একটি নতুন কমিটির প্রেস বিজ্ঞপ্তি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিজ্ঞপ্তিটির নিচে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নাম ও স্বাক্ষর থাকায় অনেকেই এটিকে সত্য ভেবে শেয়ার করেছেন। তবে খুব দ্রুতই এই বিজ্ঞপ্তির সত্যতা নিয়ে মুখ খুলেছেন রিজভী নিজেই।
রোববার (২৭ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী স্পষ্ট করে জানিয়েছেন, ফেসবুকে ভাইরাল হওয়া ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। তিনি বলেন, “কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গতকাল (২৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছে। এটির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও উল্লেখ করেন, “উক্ত বিজ্ঞপ্তি আমাদের দলের দফতর থেকে কিংবা আমার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। আমি দলের সকল নেতাকর্মীকে অনুরোধ করছি, এই ধরণের ভুয়া ও বিভ্রান্তিকর প্রচারের বিষয়ে সতর্ক থাকুন এবং বিভ্রান্ত হবেন না।”
সংশ্লিষ্ট সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবিও সংযুক্ত করে মূল কপি হিসেবে গণমাধ্যমে পাঠানো হয়।
উল্লেখ্য, এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও গত ২৫ জুলাই রিজভীর স্বাক্ষর জাল করে কুমিল্লার মতলব অঞ্চলের বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক কমিটি বিলুপ্তির ভুয়া ঘোষণা ফেসবুকে ছড়ানো হয়। তখনও রিজভী তাৎক্ষণিকভাবে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ঘোষণা ভুয়া বলে জানিয়ে সতর্কতা জারি করেছিলেন।
তারও আগে ২০২৪ সালের ১১ নভেম্বর একইভাবে চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্তির একটি ভুয়া বিজ্ঞপ্তিও ভাইরাল হয়, যার প্রতিবাদে রিজভী তৎক্ষণাৎ আনুষ্ঠানিক বিবৃতি দেন।
দলীয় নেতারা বলছেন, এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তবে দলীয় দফতর থেকে সঠিক তথ্য যাচাই করে তবেই যেকোনো বিজ্ঞপ্তি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply