free tracking

শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল, বাতিল হয়নি!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘১ আগস্ট থেকে শনিবারেও খোলা থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান’- এই দাবি পুরোপুরি ভিত্তিহীন। শিক্ষা মন্ত্রণালয় কিংবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা, প্রজ্ঞাপন কিংবা আদেশ কোথাও পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমেও এমন কোনো তথ্য নেই।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বলেন, ‘আমার জানামতে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।’ মাউশির উপপরিচালক মো. নুরুল হক সিকদারও জানান, ‘আমিও ফেসবুকে বিষয়টি দেখেছি। তবে, এই সিদ্ধান্ত মন্ত্রণালয় নিয়ে থাকে। আমার জানামতে এমন সিদ্ধান্ত হয়নি, আমাদের এমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।’

উল্লেখ্য, চলতি বছর ৭ মে জাগো নিউজে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, শুধু ঈদের আগের দুই শনিবার ১৭ ও ২৪ মে নির্বাহী আদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেটি ছিল এককালীন সিদ্ধান্ত।

এর আগেও, ২০২৩ সালের ডিসেম্বরে একই ধরনের গুজব ছড়ালে তা রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক করে ভুয়া প্রমাণ করে।

সুতরাং, ‘শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল’- এই দাবি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *