free tracking

টাইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার!

নারী কোপা আমেরিকা ২০২৫-এর সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে পরাজয়ের পর গভীর হতাশা ঝরেছে আর্জেন্টিনার ডিফেন্ডার আলদানা কমেত্তির কণ্ঠে। ম্যাচ শেষে মাঠেই তিনি বলেন, “সন্তুষ্ট হয়ে ফিরছি না, আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম। সেটাই ছিল আমাদের লক্ষ্য।”

রোববার রাতে অনুষ্ঠিত এই সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য থাকার পর গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জয় নিয়ে কলম্বিয়া পা রাখে ফাইনালে এবং একইসঙ্গে নিশ্চিত করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮-এর টিকিট। অন্যদিকে, ‘আলবিসেলেস্তে’দের জন্য এখন বাকি রইল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিল, তবু আশা ছাড়েননি কমেত্তি

ডিএসপোর্টস-এ দেওয়া সাক্ষাৎকারে কমেত্তি বলেন, “আমরা নিজেরা নিজেদের জীবন দিয়ে খেলেছি, কেউ কারও প্রতি কোনো অভিযোগ রাখার কিছু নেই। সবাই সবটুকু দিয়ে দিয়েছে। আমি এই দলের অংশ হতে পেরে গর্বিত।”

তিনি আরও যোগ করেন, “কোপা আমাদের জন্য এখানেই শেষ হয়ে যায়নি। সামনে আছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং সেটিই এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অলিম্পিকে যাওয়ার সুযোগ থাকলে সেটা কাজে লাগাতেই হবে। সেই ম্যাচের জন্য জীবন বাজি রেখে লড়াই করব।”

কবে ফাইনাল? কারা খেলছে?

নারী কোপা আমেরিকা ২০২৫-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার, ২ আগস্ট। কুইটোর রোদ্রিগো পাজ দেলগাদো স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় (আর্জেন্টিনা/উরুগুয়ে সময়) শুরু হবে শিরোপা লড়াই। সেখানে কলম্বিয়ার প্রতিপক্ষ হবে ব্রাজিল ও উরুগুয়ের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী।

আর্জেন্টিনা খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, যেটি হবে হারাজান দলটির বিপক্ষে, সেই ম্যাচও গুরুত্বপূর্ণ কারণ এটি হতে পারে অলিম্পিকে যাওয়ার শেষ সুযোগ।

দেখুন সরাসরিএই প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে DSports-এ DIRECTV বা DGO-র মাধ্যমে। আপনি যদি এখনো গ্রাহক না হয়ে থাকেন, তাহলে ভিজিট করুন directvgo.com।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *