free tracking

শিক্ষকদের টিউশনিতে নিষেধাজ্ঞার নোটিশ, যা জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়!

জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজের শিক্ষকদের টিউশনি ও প্রাইভেট ব্যাচ পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে বিষয়টিকে ভুয়া বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষকদের টিউশনিতে নিষেধাজ্ঞার নোটিশ, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভাইরাল হওয়া নোটিশে দাবি করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিউশনি, কোচিং বা প্রাইভেট ব্যাচে পাঠদান করতে পারবেন না। এতে আরও বলা হয়, শিক্ষকদের এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী আচরণবিধি, জাতীয় শিক্ষানীতি, শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালার পরিপন্থি।

তবে নোটিশটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা করতে দেখা যায় শিক্ষার্থীদের।

এ বিষয়ে মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি মিথ্যা ও ভুয়া নোটিশ। বিশ্ববিদ্যালয়ের কোনো দফতর থেকে এমন কোনো নির্দেশনা বা চিঠি ইস্যু করা হয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নির্দেশনাটি সম্পূর্ণ ভুয়া। জাতীয় বিশ্ববিদ্যালয় এ ধরনের কোনো চিঠি ইস্যু করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *