free tracking

কিশমিশ ভেজানো পানি খেলে মিলতে পারে যেসব উপকার!

পোলাও হোক বা পায়েস, বাঙালি রান্নায় কিশমিশের ব্যবহার বহুকাল ধরেই প্রচলিত। তবে জানেন কী, কিশমিশ ভেজানো পানি সকালে খালি পেটে খেলে উপকারিতা বহুগুণে বৃদ্ধি পায়? আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, নিয়ম মেনে কিশমিশ ভিজিয়ে রাখা পানি পান করলে শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গকে সুস্থ রাখা যায়। তবে এরও রয়েছে কিছু নিয়ম ও সতর্কতা।

কেন খাবেন কিশমিশ ভেজানো পানি

রক্তাল্পতা দূর করতে:

কিশমিশ আয়রনের ভালো উৎস। রক্ত তৈরিতে সহায়তা করে এবং অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকর। তবে অন্য স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়।

হার্ট ও লিভারের জন্য উপকারী:

হৃদযন্ত্র এবং লিভার ভালো রাখতে সাহায্য করে কিশমিশ ভেজানো জল। নিয়মিত পান করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং লিভারের কার্যকারিতা বাড়ে। হজমের সমস্যাও দূর হয়।

কিডনি, দাঁত ও চুলের যত্নে:

এই পানি কিডনির স্বাস্থ্য ভালো রাখে, দাঁতের মজবুতিতে সহায়তা করে এবং চুলে প্রাকৃতিক জেল্লা আনে।

কীভাবে খাবেন?

রাতে এক গ্লাস পানিতে কিশমিশ ভিজিয়ে রাখুন।
সকালে খালি পেটে সেই পানি সামান্য গরম করে পান করুন।
এরপর অন্তত আধঘণ্টা কিছু খাবেন না।
সপ্তাহে দুই থেকে তিনদিন পান করলেই যথেষ্ট। প্রতিদিন খেলে হতে পারে উল্টো সমস্যা।
যদিও কিশমিশ ভেজানো পানি নানা দিক থেকে উপকারী, তবু মাত্রাতিরিক্ত খেলে হতে পারে ফ্যাটি লিভার, ব্লাড সুগার বৃদ্ধি, পেট খারাপের মতো সমস্যা। তাই যাদের সুগার আছে, লিভারের অসুখ আছে বা অন্য শারীরিক সমস্যা রয়েছে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিশমিশ ভেজানো পানি খাওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *