free tracking

সাবেক প্রধান বিচারপতির চাঞ্চল্যকর দাবি!

রাজধানীর শাহবাগ থানার সরকারি কর্মচারী কর্তৃক দুর্নীতিমূলক উপায়ে আদেশ, রিপোর্ট ও রায় প্রণয়নের অভিযোগে দায়েরকৃত মামলায় নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘নট কারেক্ট’ (সঠিক নয়) হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

আজ (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালতে শুনানিতে এই মন্তব্য করেন সাবেক প্রধান বিচারপতি। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সকাল ১০টার পর খায়রুল হককে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। একই দিনে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

গত বছরের ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ও অবসর পরবর্তী পদায়নের আশায় ২০১১ সালের ১০ মে দেওয়া সংক্ষিপ্ত আদেশ পরিবর্তন করে বেআইনিভাবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন, যা দুর্নীতিমূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *