free tracking

পরিবার সঞ্চয়পত্রে মুনাফা কত, কীভাবে কিনবেন?

তুলনামূলক বেশি মুনাফা এবং মাসিক মুনাফা উত্তোলনের সুবিধার কারণে পরিবার সঞ্চয়পত্র ব্যাপক চাহিদাসম্পন্ন। পাঁচ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে বার্ষিক মুনাফার হার দাঁড়ায় ১১ দশমিক ৯৩ শতাংশ, যা বর্তমানে চালু থাকা সঞ্চয়পত্রগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি বিনিয়োগ প্রকল্প। যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে নির্ধারিত সময় পরপর মুনাফা পাওয়া যায়। সঙ্গে নির্দিষ্ট মেয়াদ শেষে যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে তাও উত্তোলন করা যায়।

তবে দেশে জাতীয় সঞ্চয় অধিদফতরের অধীন যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র। জাতীয় সঞ্চয় অধিদফতর ২০০৯ সালে পরিবার সঞ্চয়পত্র চালু করে।

যত টাকায় কেনা যায় পরিবার সঞ্চয়পত্র

এই সঞ্চয়পত্র ১০ হাজার টাকা, ২০ হাজার টাকা, ৫০ হাজার টাকা, ১ লাখ টাকা, ২ লাখ টাকা, ৫ লাখ টাকা ও ১০ লাখ টাকায় কেনা যায়। এ ক্ষেত্রে পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ ৫ বছর।

 যেভাবে মিলবেজাতীয় সঞ্চয় ব্যুরো ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সব শাখা ও বাণিজ্যিক ব্যাংকগুলোসহ ডাকঘর থেকে পরিবার সঞ্চয়পত্র কেনার পাশাপাশি নগদায়ন করা যায়।
 
পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগে যে পরিমাণ মুনাফা১ জুলাই থেকে সরকার সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে। তবে আগের মতো সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপ ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারী। আর দ্বিতীয় ধাপটি হলো ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরের বিনিয়োগকারী।
 
প্রথম ধাপের বিনিয়োগকারীরা পরিবার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯ দশমিক ৮১ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ২৯ শতাংশ, তৃতীয় বছরে ১০ দশমিক ৮০ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ৩৫ শতাংশ এবং পঞ্চম বছরে ১১ দশমিক ৯৩ শতাংশ হারে মুনাফা পাবেন।
সঞ্চয় স্কিমের নাম মেয়াদ (উত্তীর্ণ হলে) ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি
মুনাফার হার
পরিবার সঞ্চয়পত্র ১ম বছরান্তে ৯.৮১% ৯.৭২%
২য় বছরান্তে ১০.২৯% ১০.১৯%
৩য় বছরান্তে ১০.৮০% ১০.৭০%
৪র্থ বছরান্তে ১১.৩৫% ১১.২৩%
৫ম বছরান্তে ১১.৯৩% ১১.৮০%
 অপরদিকে দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পরিবার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯ দশমিক ৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০ দশমিক ৭০ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ২৩ শতাংশ এবং পঞ্চম বছরে ১১ দশমিক ৮০ শতাংশ হারে মুনাফা পাবেন।
উৎসে কর

পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত মোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর ৫ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয়। তবে এর বেশি বিনিয়োগে মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয়।

পরিবার সঞ্চয়পত্র যারা কিনতে পারবেন
তিন শ্রেণির বিনিয়োগকারী পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবে। ১৮ ও তদূর্ধ্ব বয়সের যেকোনো বাংলাদেশি নারী, যেকোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং ৬৫ ও এর বেশি বয়সের যেকোনো বাংলাদেশি (পুরুষ ও মহিলা) নাগরিকরা এটি কিনতে পারবেন।

ক্রয়ের ঊর্ধ্বসীমা

একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র কেনা যাবে।

অন্যান্য সুবিধা

পরিবার সঞ্চয়পত্র কেনায় কিছু সুবিধা আছে। যেমন মাসিক ভিত্তিতে মুনাফা পাওয়া যায়। নমিনি নিয়োগ বা পরিবর্তন ও বাতিল করা যায় ও সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনি সঙ্গে সঙ্গে সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত যথারীতি মাসে মাসে মুনাফা উত্তোলন করতে পারেন।
 
উল্লেখ্য, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র-এই তিন ধরনের সঞ্চয়পত্রে সম্মিলিতভাবে একক নামে সর্বোচ্চ ৫০ লাখ টাকা এবং যুগ্ম নামে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। তবে, পরিবার সঞ্চয়পত্র যুগ্ম নামে ক্রয় করা যাবে না, এটি শুধু একক নামেই ইস্যু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *