বেসরকারি এমপিওভুক্ত প্রায় চার লাখ শিক্ষক ও কর্মচারীর জন্য এসেছে স্বস্তির খবর। জুলাই মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সময়মতো অনুমোদন মিললে আগামী ৪ আগস্ট শিক্ষকদের একাউন্টে বেতন চলে আসবে ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে।
বুধবার (৩০ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রগ্রামার-৫ মো. জহির উদ্দিন। তিনি জানান, “আমরা দ্রুততম সময়ের মধ্যেই বেতন প্রদানে কাজ করছি। ইতোমধ্যে জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”
বেতনপ্রাপ্তির পরিসংখ্যান:এবারের প্রথম ধাপে বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৯০৭ জন শিক্ষক-কর্মচারীর জন্য।
স্কুল পর্যায়ে রয়েছেন: ২,৯১,৫১৮ জন
কলেজ পর্যায়ে রয়েছেন: ৮৭,৩৮৯ জন
এবার ইএফটি পদ্ধতিতেই বেতনসরকারি কর্মকর্তা-কর্মচারীরা অনেক আগে থেকেই ইএফটির মাধ্যমে বেতন পাচ্ছেন। তবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে বেতন উত্তোলন করতেন, যেখানে ভোগান্তি ছিল নিত্যসঙ্গী।
এ সমস্যার সমাধানেই গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি পদ্ধতিতে দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এবার থেকেই কার্যকরভাবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়েছে মাউশি।
পরবর্তী পদক্ষেপ:মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই টাকা পাঠিয়ে দেওয়া হবে ব্যাংক একাউন্টে। বেতন পেতে হলে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক একাউন্ট তথ্য হালনাগাদ ও ইএফটিতে সংযুক্ত থাকতে হবে।
এই পদক্ষেপ শিক্ষক সমাজের জন্য বড় একটি উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে। এতে যেমন সময় বাঁচবে, তেমনি দুর্নীতিও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply