আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে খসড়া সীমানা চূড়ান্ত করা হয়েছে, তবে এতে আপত্তি জানাতে ১০ আগস্ট ২০২৫ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন।
বুধবার (৩০ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।
কোন কোন আসনে পরিবর্তন আসছে?ইসি জানায়, পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; শরীয়তপুর-২, ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; সিলেট-১, ৩; ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা-১, ২, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৪, ৫; চট্টগ্রাম-৭, ৮ এবং বাগেরহাট-২, ৩—এই ৩৯টি আসনে সীমানা পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে।
গাজীপুরে আসন বাড়ানোর প্রস্তাবইসি কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন,
“গাজীপুরে দেশের সবচেয়ে বেশি ভোটার রয়েছেন। সেই কারণে গাজীপুরে একটি নতুন আসন বাড়ানোর সুপারিশ করেছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি।”
বাগেরহাটে আসন কমানোর পরিকল্পনাঅন্যদিকে, বাগেরহাট জেলায় ভোটারের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় একটি আসন কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। ফলে জেলার বর্তমান আসন সংখ্যা কমে যেতে পারে।
সীমানা নির্ধারণে যে সব বিষয় বিবেচনায়ইসি জানায়, সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারা অনুযায়ী, সীমানা নির্ধারণের পূর্ণ দায়িত্ব কমিশনের। এই প্রক্রিয়ায় ২০২২ সালের জনশুমারির তথ্য, ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক ইউনিট এবং জনসংখ্যার ভারসাম্য বিবেচনায় আনা হয়েছে।
এছাড়া, সীমানা নির্ধারণে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে এবং তাদের মতামত ও সুপারিশের ভিত্তিতেই খসড়া তৈরি করা হয়েছে।
আপত্তি জানাতে সময়সীমাএই খসড়া অনুযায়ী, সংশ্লিষ্ট রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে আগামী ১০ আগস্ট ২০২৫ পর্যন্ত লিখিত আপত্তি জমা দিতে পারবেন। এরপর চূড়ান্ত গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
শেষ কথা:সীমানা পুনঃনির্ধারণে দেশের রাজনৈতিক সমীকরণে আসতে পারে বড় পরিবর্তন। বিশেষ করে গাজীপুর ও ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় আসন বাড়ানোর প্রস্তাব এবং তুলনামূলক জনবহুলতাহীন অঞ্চলে আসন কমানোর উদ্যোগ নির্বাচনের মাঠে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
Leave a Reply