free tracking

মিয়ানমারে তুলে নেওয়া হলো জরুরি অবস্থা, নির্বাচন ডিসেম্বরে!

মিয়ানমারের সামরিক জান্তা সরকার বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশের দীর্ঘদিনের জরুরি অবস্থা প্রত্যাহার করে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।

একটি ভয়েস মেসেজে জান্তার মুখপাত্র জাও মিন তুন জানান, ‘বহুদলীয় গণতন্ত্রের পথে অগ্রসর হতে আজ জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর থেকেই দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।

জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে সামরিক প্রধান মিন অং হ্লাইং রাষ্ট্রের নির্বাহী, বিচার ও আইন প্রণয়ন সংক্রান্ত পূর্ণ ক্ষমতা নিজের হাতে নেন। তবে সম্প্রতি তিনি নির্বাচনের মাধ্যমে ‘সংঘাত নিরসনের পথ’ তৈরির কথা বলেন।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির বরাতে জানা গেছে, নির্বাচন পরিচালনার জন্য মিন অং হ্লাইং-এর নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিশন গঠন করেছে জান্তা সরকার। তিনি নির্বাচন চলাকালে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

তবে বিশ্লেষকদের ধারণা, নির্বাচনের পরও মিন অং হ্লাইং হয় প্রেসিডেন্ট, নয়তো সামরিক প্রধান হিসেবে ক্ষমতা ধরে রাখবেন, যার ফলে তার শাসনকাল আরও দীর্ঘ হতে পারে।

এখনো নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলছে এবং ইতোমধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের প্রশিক্ষণও শুরু হয়েছে।

সূত্র: ফ্রান্স২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *