বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে ফেসবুক কেবল যোগাযোগের প্ল্যাটফর্ম নয়, বরং এটি হয়ে উঠেছে ব্যক্তিগত ব্র্যান্ড কিংবা ব্যবসায়িক উদ্যোগ প্রচারের অন্যতম প্রধান মাধ্যম। অনেকেই নতুন কোনো চিন্তা, প্রজেক্ট বা ব্যবসার কথা ভাবলেই সবার আগে ফেসবুক পেজ খুলে ফেলেন। তবে শুধু একটি পেজ খোলা যথেষ্ট নয়, তাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা, লাইক পাওয়া কিংবা সক্রিয় এনগেজমেন্ট তৈরি করাই আসল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে দরকার কিছু কৌশলী পরিকল্পনা ও ধারাবাহিক পরিশ্রম। চলুন জেনে নিই, কীভাবে ফেসবুক পেজের লাইক ও এনগেজমেন্ট বাড়িয়ে তোলা যায় কিছু কার্যকর টিপসের মাধ্যমে।
প্রোফাইল সাজিয়ে তুলুন
ফেসবুক পেজের নাম এমন হতে হবে, যা সহজেই মানুষ খুঁজে পাবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে মানুষের খোঁজার অভ্যাস। অর্থাৎ মানুষ গুগল বা ফেসবুকে কী লিখে সার্চ করছে সেটি বিবেচনায় রেখে পেজের নাম ও ইউআরএল ঠিক করুন। এক্ষেত্রে পরিচিত ব্র্যান্ড হলে সে নামেই পেজ খোলা যায়। আর যদি ব্র্যান্ডের চিন্তা মাথায় না থাকে, তবে পেজের নাম বা ইউআরএল যতটা সম্ভব সাধারণ রাখুন। ডেসক্রিপশন, ঠিকানা, ফোন নম্বর এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে দিন। এক্ষেত্রে একটি আকর্ষণীয় কাভার ফটো বা ভিডিও ব্যবহার করুন এবং গুরুত্বপূর্ণ পোস্টগুলো ‘পিন’ করে রাখুন।
Leave a Reply