চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইমরোজ আহমেদ শারুজের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাতেন খাঁর মোড়ে এক সংবাদ সম্মেলনে এক তরুণী এই অভিযোগ করেন।
ভুক্তভোগী ওই তরুণীর দাবি, ইমরোজ আহমেদ শারুজ তার রাজনৈতিক প্রভাব ও সাবেক এমপির ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে একাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন এবং অন্তত তিনটি বিয়ে করেছেন। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৩ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এক আত্মীয়কে কাজী সাজিয়ে ওই তরুণীকে বিয়ে করেন ইমরোজ। তবে কোনও কাগজপত্র বা বৈধতা তিনি দেননি।
ভুক্তভোগী তরুণী জানান, ইমরোজের সঙ্গে সংসার করার সময় তিনি গর্ভবতী হন এবং বর্তমানে তাদের আড়াই বছরের একটি সন্তান রয়েছে। কিন্তু ইমরোজ সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তাকে বিয়েই করেননি বলে অস্বীকার করেন। তরুণীর ভাষ্যমতে, “তিনি এখন বলছেন— ‘আমি তোকে বিয়ে করিনি, এতদিন অভিনয় করেছি।’ এখন নানা ধরনের হুমকি পাচ্ছি।”
তরুণীর বাবা অভিযোগ করেন, “আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এই অবস্থা করেছে ইমরোজ। এখন সে আমাকে হত্যার হুমকিও দিচ্ছে।”
অভিযোগ বিষয়ে জানতে চাইলে ইমরোজ আহমেদ শারুজের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply