free tracking

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য দুঃসংবাদ!

ফুটবল মানেই ব্রাজিল, আর বিশ্বকাপ মানেই সেলেসাওদের ঘিরে উত্তেজনার পারদ চড়া। তবে ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে সেই উন্মাদনায় পানি ঢালতে পারে বড় কূটনৈতিক প্রতিবন্ধকতা। কারণ, ব্রাজিলীয় সমর্থকদের জন্য এবার বিশ্বকাপ ভেন্যুতে গিয়ে খেলা দেখা নাও সম্ভব হতে পারে—বিশেষত যুক্তরাষ্ট্রে।

কী ঘটেছে?ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এবং সিএনএন-এর খবরে উঠে এসেছে এক গুরুতর ইঙ্গিত—যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক বর্তমানে ভালো অবস্থায় নেই। এই টানাপোড়েনের জেরে ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া জটিল হয়ে উঠছে, যা বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টে অংশ নিতে চাওয়া হাজারো ব্রাজিলিয়ান সমর্থকের জন্য এক বিশাল ধাক্কা।

ট্রাম্প প্রশাসনের ভিসা নীতির কড়াকড়িসিএনএনের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের পক্ষ থেকে ব্রাজিলীয়দের ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন। যদি এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হয়, তবে ২০২৬ সালের বিশ্বকাপ চলাকালীন সময়েও সেটি বহাল থাকতে পারে।

প্রথম ইঙ্গিত: ভিসা সীমাবদ্ধতা শুরুসম্প্রতি ওয়াশিংটনে সফররত কিছু ব্রাজিলিয়ান সিনেটরকে সীমিত মেয়াদের ভিসা দেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে কূটনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। ফুটবল বিশ্লেষকরা বলছেন, যদি এই নীতি সাধারণ সমর্থকদের ওপরও প্রযোজ্য হয়, তাহলে হাজারো ব্রাজিলীয় ভক্ত যুক্তরাষ্ট্রে গিয়ে প্রিয় দলের খেলা দেখা থেকে বঞ্চিত হবেন।

ফিফা এখনো নীরববিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ভিসা জটিলতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে তারা ভবিষ্যতে বিবৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তারকাদের খেলা দেখা অনিশ্চিত হয়ে পড়ছেনেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, অ্যালিসন—এইসব তারকায় ভরপুর দল ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের বড় আশা হয়ে থাকলেও, যদি সমর্থকরা মাঠে বসে খেলা দেখতে না পারেন, তবে পুরো আবহটাই বিবর্ণ হয়ে পড়বে।

বাণিজ্যেও উত্তেজনাউল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র ব্রাজিলীয় পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। এতে দুই দেশের সম্পর্কে আরও শীতলতা এসেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *