রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে হঠাৎ আগুন! শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটটির পঞ্চম তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবন এলাকা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা আক্তার জানান, আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “সকাল ১০টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। এখন পর্যন্ত আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।”
স্থানীয়রা জানান, হঠাৎ করেই পঞ্চম তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথমে অনেকে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছুক্ষণের মধ্যেই আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। দোকানপাট বন্ধ করে দ্রুত নিচে নেমে আসেন অনেকে। অনেকে আবার মার্কেটের বিভিন্ন তলায় আটকে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আগুন যাতে অন্যান্য তলায় ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
এদিকে ঘটনাস্থলে সাধারণ মানুষের ভিড় জমেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং নিরাপত্তার স্বার্থে মার্কেট এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
ঘটনার সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।
Leave a Reply