free tracking

সমাবেশের আগে এনসিপির জরুরি নির্দেশনা!

‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় এ সমাবেশ শুরু হবে। এখানেই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি।

সমাবেশ শুরুর আগে জরুরি নির্দেশনা দিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দলের পক্ষ থেকে জরুরি নির্দেশনাগুলো তুলে ধরেন তিনি।

নির্দেশনায় বলা হয়, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীবৃন্দ শহীদ মিনারেই অবস্থান করবেন। কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করা যাবে না। সাথে থাকা পানির বোতল বা অন্যান্য ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। অন্য ইউনিটের নেতৃবৃন্দকে না চিনলে পরিচিত হয়ে নেবেন, কোনোভাবেই অসদাচরণ করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, আশেপাশের এলাকায় অন্যান্য সংগঠনের কর্মসূচি ফলে নিজেরা সুশৃঙ্খল থেকে কর্মসূচি সফল করতে হবে। প্রোগ্রাম চলাকালীন নিরব থেকে বক্তব্য বা স্লোগানের সাথে রেসপন্স করবেন।

সমাবেশে অবস্থান নিয়ে নির্দেশনায় আখতার আরও বলেন, স্টেজের সামনে ডানপাশে ঢাকা মহানগর উত্তর ইউনিট। বামপাশে ঢাকা মহানগর দক্ষিণ ইউনিট। সর্ববামে ছাত্র ভাইয়েরা। মহানগরের পিছনে যুবশক্তি ও শ্রম উইং পাশাপাশি। উত্তরাঞ্চলের ইউনিটগুলো আইন ভবনের সামনের রাস্তা। দক্ষিণাঞ্চলের ইউনিটগুলো জগন্নাথ হল রাস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *