সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা চলতি আগস্ট মাসে মাত্র দুদিন ছুটি নিয়ে টানা পাঁচ দিনের বিশ্রামের সুযোগ পাবেন।
সরকারি সূত্রে জানা গেছে, আগস্টের ৫ তারিখ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই আগামী ৫ আগস্ট মঙ্গলবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি থাকবে।
৫ আগস্টের ছুটির পরেই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এছাড়াও, ৬ ও ৭ আগস্ট (বুধবার ও বৃহস্পতিবার) দুই দিনের ছুটি নিলে টানা পাঁচ দিনের বিশ্রাম মিলবে।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এ দিনটিকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্র অনুযায়ী, ৫ আগস্ট ‘ক’ শ্রেণির দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Leave a Reply