free tracking

যুক্তরাষ্ট্রে বুবলীকে সময় দিচ্ছেন শাকিব, যা বললেন অপু!

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ব্যক্তি জীবনে বিয়ে করেছেন দুই চিত্রনায়িকাকে। তবে দুজনকেই ডিভোর্স দিয়েছেন। জানিয়েছেন, তারা আর তার জীবনের অংশ নয়।

তবে বিচ্ছেদ হলেও নিয়ম করে দুই প্রাক্তন স্ত্রীকেই সময় দিতে দেখা যায় শাকিব খানকে। এই মুহূর্তে বুবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শাকিব। দুজনের ছবিতে সয়লাব সোশ্যাল মিডিয়া। সেই সঙ্গে অপুর প্রতিক্রিয়া জানতে উদগ্রিব সবাই। প্রতিক্রিয়া জানালেন অপু।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে সিফাত নুসরাতের নতুন একটি বই উন্মোচনে ব্যস্ত ছিলেন অপু। এ অনুষ্ঠানে সিফাত নুসরাতসহ অপুর সঙ্গে উপস্থিত ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজের মত তারকারা।

অনুষ্ঠানে অংশ নিয়ে অপু বলেন, ‘সিফাত নুসরাত সম্পর্কের আমার ছোট বোনের মতো। সোশ্যাল মিডিয়ায় আমি প্রায়ই ওকে দেখতাম ঘোড়া চালাতে। ঘোড়া চালানো শেখা কেন প্রায়ই ওকে জিজ্ঞাসা করতাম। তখন ও বলতো দিদি টুইস্ট আছে। আর সে টুইস্টটাই আজ আমি সবাইকে জানাতে এসেছি। ওর নতুন বই ‘অগ্নিকন্যা’ এসেছে। ওর জন্য এটুকুই বলতে চাই, যার প্রতিভা আছে তার লং জার্নির দরকার হয় না।’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন অপু। এ সময় যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর অবকাশ যাপন প্রসঙ্গে অভিনেত্রীকে কিছু বলতে অনুরোধ করা হয়। অপু বলেন, ‘কী অনুভূতি বলবো। মানুষ মানুষকে নাই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমন হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাই ভালোবাসতে পারেন। এটাই সত্যি।’

শাকিব খানের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অপু বিশ্বাস বলেন, ‘আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সে স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন। তাহলেই আপনাদের প্রশ্নটা পরিষ্কার উত্তর পেয়ে যাবে।’

এরপর অভিনেত্রী বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে। আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। যাদের নাম বললেন, তারাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তাই সে হিসেবে বলতে পারেন আমি সবাইকেই সম্মান করি।’

সবশেষে এ চিত্রনায়িকা বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মত মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারবো। আর দর্শক ও ভক্তদের উদ্দেশে বলবো, তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি, তারা যেন সব সময় সে ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *