দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এসেছে বড় সুখবর। জুলাই মাসের বেতন-ভাতা আজ রাতেই ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মাউশির ইএমআইএস সেলের প্রোগ্রামার-৫ মো. জহির উদ্দিন।
তিনি বলেন—“গতকাল রোববার (৩ আগস্ট) বেতনের চেক অডিট অ্যান্ড অ্যাকাউন্টস (এজি) অফিসে জমা দেওয়া হয়েছে। তবে সে দিনের কাজ শেষ করা না যাওয়ায় টাকা ব্যাংকে পাঠানো যায়নি। আশা করছি, আজ রাতের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতন-ভাতা পেয়ে যাবেন।”
তবে তিনি আরও জানান,“কোনো কারণে আজই টাকা ব্যাংকে না পৌঁছালে, সরকারি ছুটির কারণে আগামী বুধবার (৬ আগস্ট) বেতন-ভাতা নিশ্চিতভাবে পাওয়া যাবে।”
আগে শিক্ষকরা ‘অ্যানালগ পদ্ধতিতে’ বেতন তুলতেন, যা ছিল সময়সাপেক্ষ ও ভোগান্তিপূর্ণ।তবে গত বিশ্ব শিক্ষক দিবস (৫ অক্টোবর ২০২৪)-এ শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, এখন থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে দেওয়া হবে।
মূল অগ্রগতির ধাপগুলো:
অক্টোবর ২০২৪: প্রাথমিকভাবে ২০৯ জন শিক্ষক ইএফটি-তে বেতন পান
জানুয়ারি ২০২৫: ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটি সুবিধায় অন্তর্ভুক্ত হন
ফেব্রুয়ারি-মার্চ: দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে আরও ১.৬ লাখ শিক্ষক ইএফটি সুবিধা পান
মে ও জুনের বেতন: যথাক্রমে মে ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেওয়া হয়
জুলাই মাস: চলতি সপ্তাহে ৩.৭৫ লাখের বেশি শিক্ষক-কর্মচারীর বেতন ছাড় হচ্ছে
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। সময়মতো বেতন নিশ্চিত করার মাধ্যমে সরকার শিক্ষকদের সম্মান ও আর্থিক নিরাপত্তা বজায় রাখতে সচেষ্ট রয়েছে।
Leave a Reply