free tracking

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, বর্তমান উপদেষ্টারা কে কার সুপারিশে নিযুক্ত হয়েছেন— তা জনসমক্ষে প্রকাশ করা হোক।

সম্প্রতি একটি জাতীয় দৈনিক আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে সামান্তা এই মন্তব্য করেন। তিনি বলেন, “গণ-অভ্যুত্থানে শহীদ ও অঙ্গ হারানো মানুষের আকাঙ্ক্ষা এই সরকার ধারণ করছে না।”

তিনি আরও বলেন,”প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কারো শরীরী ভাষায়ও (body language) দেখা যায় না— কতজন শহীদের রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এতে জনগণের প্রতি দায়িত্ববোধের অভাব স্পষ্ট।”

সামান্তা শারমিন অভিযোগ করেন,”বৈষম্যের শিকার হয়ে অনেকেই সচিব হয়েছেন, আবার অনেকে জোর তদবিরের মাধ্যমে দায়িত্ব পেয়েছেন। বিশেষ করে পররাষ্ট্র, অর্থ, শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবরা কার সুপারিশে এসেছেন— তা জানার অধিকার জনগণের আছে। উপদেষ্টাদের ক্ষেত্রেও একই দাবি প্রযোজ্য।”

বাংলাদেশের রাজনীতিতে “সন্দেহ ও আশঙ্কার সংস্কৃতি” বিদ্যমান উল্লেখ করে তিনি বলেন,”এই সংস্কৃতি ভাঙার চেষ্টা দরকার। কিন্তু সেই চেষ্টা সফল হবে না, যদি এখনো অনেক কিছু প্রকাশ্যে বলা না যায়।”

তিনি জোর দিয়ে বলেন,”মৌলিক সংস্কারে আপস করা যাবে না। এখনই যদি আইন ও কাঠামোগত পরিবর্তন না করেন, ভবিষ্যতে আবার একই পরিস্থিতি ফিরে আসবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *