দেশের রাজনীতিতে ১/১১-এর শঙ্কা জানিয়ে দেয়া ফেসবুক পোস্টটি সরিয়ে নিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফেসবুকে ওই পোস্ট দেন মাহফুজ। পোস্টে তিনি লিখেছিলেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!’ পোস্ট দেয়ার ২৩ মিনিট পর তিনি তা আবার আপডেট করেন। আপডেট করা পোস্টে তিনি লিখেছেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’
উপদেষ্টা মাহফুজের পোস্টটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পোস্টের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের কাছে সাংবাদিকরা জানতে চান। জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই।’
Leave a Reply