free tracking

পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুললেন তাসনিম জারা!

ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের খবরকে “সম্পূর্ণ গুজব” বলে দাবি করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক হয়েছে—এমন কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন মিডিয়ায় যেসব খবর ছড়ানো হচ্ছে, সেগুলো ভিত্তিহীন ও গুজব ছাড়া কিছু নয়।”

এদিকে, এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীও একই সুরে কথা বলেছেন। এক গণমাধ্যমকে তিনি জানান, “আমি ব্যক্তিগত ভ্রমণে কক্সবাজারে গিয়েছিলাম। কোনো বৈঠকের ব্যাপারে আমি কিছুই জানি না। পিটার হাসের সঙ্গে বৈঠক হয়েছে—এ দাবি সম্পূর্ণ মিথ্যা।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, এনসিপির একটি প্রতিনিধি দল—তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ—কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছেন। সেই সময় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে তাদের অবস্থান নিয়েও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

গুজবটি ছড়ানোর পর, ঠিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তির দিনেই এনসিপি নেতারা ঢাকায় না থেকে কক্সবাজারে কেন অবস্থান করছেন—তা নিয়ে ফেসবুকে নানা প্রশ্ন ও মন্তব্য করেন নেটিজেনরা।

তবে এনসিপি নেতাদের দাবি, তারা কেবল ব্যক্তিগত সফরেই ছিলেন এবং এর সঙ্গে পিটার হাস বা কোনো কূটনৈতিক বৈঠকের কোনো সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *