free tracking

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সম্পর্কে জানা গেলো অজানা তথ্য!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে ২০২১ সালে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। সেসময় তার পক্ষে কোর্টে যান সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সেসময়ের অভিজ্ঞতা শিশির মনির তুলে ধরেন গত মঙ্গলবার রাতে একটি টিভির টকশো’তে।

শিশির মনির বলেন, ২০২১ সালে আখতারকে ধরে নিয়ে গেল পুলিশ। তখন সে ঢাকসুর সমাজসেবা সম্পাদক। আমাকে তার পক্ষ থেকে ফোন করল, আমি যেনো তার পক্ষে কোর্টে যাই।

নিম্ন আদালতে গেলাম। দেখি আখতার কাঠগড়ায়। তার হাতে হাতকড়া পরানো। সঙ্গে আরেকটা ছেলে আছে গায়ে রক্তমাখা। আমি মহিলা ম্যাজিস্ট্রেট সাহেবকে কাজী নজরুলের ‘রাজবন্দীর জবানবন্দী’ পড়ে শুনালাম।

মহিলা ম্যাজিস্ট্রেট সাহেব আমার দিকে হা করে তাকিয়ে রইলেন। তিনি চোখের পলক ফেলছেন না। আখতারও তাকিয়ে রইল। তখন আমার কাছে মনে হয়েছে আখতার সম্ভাবনাময় বালক। এদেরকে আসামি হিসেবে নয়, রাজবন্দি হিসেবে ট্রিট করা উচিৎ। সাথের ছেলেটার পা থেকে রক্ত ঝরছে, আখতার এবং ওই ছেলেটা একসাথে বাঁধা।

জজ সাহেবকে বললাম, আপনি আইনের ছাত্র, আমিও আইনের ছাত্র, আসামিও আইনের ছাত্র। ওর হাতকড়া খুলে দেন। তিনি খুলে দিতে নির্দেশ দিলেন। আখতারের হাতকড়া খুলে দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *