free tracking

‘হাসুমনি একটু আসতে চাচ্ছিলাম, তোমাকে দেখতে চাচ্ছিলাম, আসবো?’

৫ আগস্ট সরকার পতনের আগে উত্তাল জুলাই ও আগস্ট মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার ফুফু, পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপের অডিও রেকর্ড ফাঁস করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। দুই পর্বে বিভক্ত এই অডিও রেকর্ডে অভ্যুত্থানপূর্ব পরিস্থিতির নানা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে।

সায়েরের ভাষ্য অনুযায়ী, অডিওর প্রথম অংশটি ২০২৪ সালের ২২ জুলাই দুপুর ১১টা ৪৯ মিনিটের, যেখানে তাপস মিষ্টি ভাষায় শেখ হাসিনাকে দেখতে যাওয়ার অনুরোধ জানান।

আবদারে তাপস বলেন, ‘হাসুমনি, একটু আসতে চাচ্ছিলাম, তোমাকে দেখতে চাচ্ছিলাম, আসব?’ জবাবে হাসিনা তাকে বারণ করে বলেন, ‘এসবের মধ্যে আসার দরকার নেই।’ তখন তাপস জানতে চান, ‘তাহলে কারফিউ শিথিল হলে আসি?’ শেখ হাসিনা জানান, তিনি তখন অফিসে থাকবেন এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। তাপস বলেন, ‘আচ্ছা, তাহলে ওই সময় অফিসে এসে দেখা করে যাব।’

অডিওর দ্বিতীয় অংশটি ৩ আগস্ট সকাল ৮টা ১৬ মিনিটের বলে দাবি করা হয়েছে। সেখানে তাপস শেখ হাসিনাকে ফোন করে জানান, তিনি সিঙ্গাপুর যেতে চান এবং এর জন্য ইতোমধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন। কিন্তু বিদেশযাত্রার অনুমতিপত্র (জিও) না থাকায় ইমিগ্রেশন তাকে আটকে দিয়েছে। শেখ হাসিনা তখন জানতে চান, ‘জিওটা সঙ্গে নিলে না কেন?’ উত্তরে তাপস জানান, তিনি আবেদন করেছেন, তবে অনুমতি পেতে দেরি হচ্ছে।

ফোনে তাপস হাসিনাকে অনুরোধ করেন, ইমিগ্রেশন অফিসারকে যেন ছাড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জবাবে শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ, বলা যাবে। ফাইল পাঠাইছ তো?’ তাপস তখন জানান, ফাইল প্রমিত মহদোয় পাঠানো হয়েছে। শেখ হাসিনা বলেন, ‘আচ্ছা, দিয়ে দাও।’

এরপর তাপস ইমিগ্রেশন অফিসারের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ফোন দিতে চান, কিন্তু হাসিনা বলেন, ‘না না, আমি তার সঙ্গে কথা বলব কেন। আমি অফিসের কর্মকর্তার মাধ্যমে বলিয়ে দিতে পারি।’

তাপস তখন জানতে চান, ‘কাকে বলব তাহলে?’ শেখ হাসিনা উত্তর দেন, ‘আমার সেক্রেটারিকে বললেই হবে, শাহ সালাউদ্দিন।’ তাপস নিশ্চিত হয়ে জিজ্ঞেস করেন, ‘সালাউদ্দিন সাহেব?’ হাসিনা বলেন, ‘হ্যাঁ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *