ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের গৌরবময় দিন উপলক্ষে বিশেষ আফার দিচ্ছে মোবাইল অপারেটর টেলিটক। বিশেষ এই অফারে থাকবে ৩৬ মিনিট টকটাইম ও ৫ জিবি ইন্টারনেট। সঙ্গে থাকবে ৩৬ এসএমএস। তবে এই অফার নিতে গ্রাহককে খরচ করতে হবে ৩৬ টাকা।
মোবাইল অপারেটর টেলিটক তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে।
ওই পোস্টে বলা হয়েছে, ‘৩৬শে জুলাই, এই দিনটা শুধু একটা তারিখ না—এটা আত্মত্যাগ, একতা আর সাহসের দিন। ছাত্রদের কণ্ঠে, জনগণের বুকে গড়ে উঠেছিল একটি পরিবর্তনের ঝড়। আমরা লড়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে, জিতেছিলাম আশার পক্ষে।
তাই এই গৌরবময় দিন উপলক্ষে টেলিটক দিচ্ছে বিশেষ অফার। মাত্র ৩৬ টাকায় ৫ জিবি ইন্টারনেট, ৩৬ মিনিট, ৩৬ এসএমএস (মেয়াদ ৫ দিন)।’
অফারটি পেতে রিচার্জ করতে হবে ৩৬ টাকা। অথবা ডায়াল করতে হবে *111*36# নম্বরে।
Leave a Reply