free tracking

প্রেমিকের সঙ্গে হোটেলে ভিডিও ফাঁস, হিরো আলম-রিয়ামনির আলোচনা তুঙ্গে!

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বঘোষিত অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের সংসার ভাঙলো। স্ত্রী রিয়ামনি আনুষ্ঠানিকভাবে তাকে ডিভোর্স দিয়েছেন। হঠাৎ করে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তুমুল বিতর্ক—একটি ভিডিও এবং প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোটেল রুমে থাকার অভিযোগ, যা সামাজিক মাধ্যমে হিরো আলম নিজেই প্রকাশ করেছেন।

সম্প্রতি ফেসবুকে এক পোস্টে হিরো আলম দাবি করেন, তার স্ত্রী রিয়ামনি কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারের এক হোটেলে রাত কাটাচ্ছেন। সেই পোস্টে তিনি রিয়ামনি ও অভির কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং একটি ভিডিও পর্যন্ত শেয়ার করেন। এতে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা।

রিয়ামনির সঙ্গে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল হিরো আলমের। তার অভিযোগ, বাবার মৃত্যুর সময়ও স্ত্রী পাশে ছিলেন না। মৃত্যুর আগে মুমূর্ষু অবস্থায় প্রায় এক মাস হাসপাতালে থাকলেও, রিয়ামনি বাবাকে দেখতে যাননি। এমনকি শেষ বিদায়ও জানাননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে হিরো আলম জানিয়েছিলেন, তিনি আর রিয়ামনির সঙ্গে সংসার করতে চান না।

তবে সেই সময় রিয়ামনি আবারও পাশে এসে দাঁড়ান হিরো আলমের। হতাশাগ্রস্ত হিরো আলম আত্মহত্যার চেষ্টা করলে তাকে সেবা দিয়ে সুস্থ করে তোলেন রিয়ামনি। সবকিছু স্বাভাবিক হতে না হতেই আবার ছন্দপতন—এবার রিয়ামনি নিজেই ডিভোর্সের ঘোষণা দিলেন।

জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ামনি বলেন, “হিরো আলমের সঙ্গে সংসার করা এখন আর সম্ভব নয়। সে প্রতিনিয়ত সমস্যা তৈরি করছে। তাই আমি আইনি প্রক্রিয়ায় তাকে ডিভোর্স দিয়েছি।”

অন্যদিকে হিরো আলম জানিয়েছেন, তিনি এখনো আনুষ্ঠানিক ডিভোর্স সম্পর্কে কিছু জানেন না। তবে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

হিরো আলম দাবি করেন, কয়েক দিন আগেও রিয়ামনি তাকে বলেছিলেন, “চলো, বগুড়ায় চলে যাই।” সে অনুযায়ী হিরো আলম বগুড়ায় গিয়ে বাড়ির ব্যবস্থা করলেও পরে জানতে পারেন, স্ত্রী প্রেমিক অভির সঙ্গে কক্সবাজারে চলে গেছেন। তিনি কক্সবাজারে গিয়ে তাদের খুঁজলেও পাননি। হিরো আলমের ভাষ্য অনুযায়ী, “এইভাবে সংসার হয় না।”

হিরো আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, “রিয়ামনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।”

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। অনেকেই হিরো আলমের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, আবার অনেকে ভিডিও শেয়ার করা নিয়ে তার ভূমিকারও সমালোচনা করছেন।

বর্তমানে হিরো আলম ও রিয়ামনির দাম্পত্য কলহ নতুন মোড় নিচ্ছে এবং আগামী সংবাদ সম্মেলনে হিরো আলম আরও বিস্ফোরক তথ্য জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *