free tracking

তবে কি সত্যিই হিরো আলমকে তালাক দিচ্ছেন রিয়া মনি!

আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে তালাক দিয়েছেন তার তৃতীয় স্ত্রী রিয়া মনি। বৃহস্পতিবার (৭ আগস্ট) রিয়া গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তালাকের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন—হিরো আলমের প্রতিনিয়ত মিথ্যা বলা, নাটকীয় আত্মহত্যার চেষ্টা করা এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখা। রিয়ার দাবি, পবিত্র কোরআন ছুঁয়েও প্রতিনিয়ত মিথ্যা বলেন হিরো আলম।

বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রিয়া লেখেন, পবিত্র কোরআন নিয়ে মিথ্যা কথা বলা হিরো আলমের নিত্যদিনের কাজ। আত্মহত্যা করার নাটক করে আমাকে ফিরিয়ে নিয়ে কিছুক্ষণ যায় ইতির কাছে, কিছুক্ষণ যায় মিথিলার কাছে। আশা করি, কোনো স্ত্রী এসব মেনে নেবে না। তাই হিরো আলমকে ডিভোর্স দিতে বাধ্য হলাম।

তিনি জানান, আইনি সব কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই তালাকনামা হিরো আলমের হাতে পৌঁছে যাবে।

সম্প্রতি হিরো আলম তার সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও প্রকাশ করেন, যেখানে রিয়াকে দেখা যায় বন্ধু ম্যাক্স অভির সঙ্গে। হিরো আলমের দাবি, রিয়া তার সঙ্গে প্রতারণা করেছেন এবং ম্যাক্স অভির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। এমনকি তাকে না জানিয়ে কক্সবাজারে গিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

হিরো আলম বলেন, অনেকবার ক্ষমা করেছি রিয়া মনিকে। মেয়ের মাথায় কোরআন রেখে শপথ করেছিল, ম্যাক্স অভির সঙ্গে আর কথা বলবে না। কিন্তু সে কথা রাখেনি। আমি বাড়ি রং করতে গিয়েছিলাম, আর সে তখন কক্সবাজারে অভির সঙ্গে ছিল। আমার ফোন ধরেনি, ব্লক করে রেখেছিল।

তবে রিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ম্যাক্স অভির সঙ্গে আমার কোনো অনৈতিক সম্পর্ক নেই। আমরা ভালো বন্ধু।

তিনি আরও জানান, ডিভোর্স কার্যকর হতে তিন মাস সময় লাগবে। এরপর যদি মনে করি অভি উপযুক্ত, তবে বিয়েও করতে পারি।

উল্লেখ্য, রিয়া মনির সঙ্গে টানাপোড়েনের মধ্যেই মানসিকভাবে ভেঙে পড়েন হিরো আলম। একপর্যায়ে তিনি আত্মহত্যার চেষ্টাও করেন বলে দাবি করেন। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন রিয়া। তাকে সেবা দিয়ে সুস্থ করে তোলেন। কিন্তু কিছুদিন পরই আবার সম্পর্ক ভেঙে পড়ে।

বর্তমানে আলাদা পথেই হাঁটছেন এই আলোচিত জুটি। সামাজিক মাধ্যমে একে অপরকে ঘিরে চলছে পাল্টাপাল্টি অভিযোগ আর বিস্ফোরক মন্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *