নারীদের সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ লিপস্টিক। প্রতিদিনের ব্যবহারে পোশাকের সঙ্গে মানানসই একটি শেড সাজের পূর্ণতা এনে দেয়। তবে প্রতিনিয়ত ঠোঁটে ব্যবহার করা এই লিপস্টিক হতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণ।
বিশেষজ্ঞদের মতে, প্রায় প্রতিটি লিপস্টিকে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের স্কুল অব পাবলিক হেলথের এক গবেষণায় দেখা গেছে, অধিকাংশ লিপস্টিকে পাওয়া যায় ক্রোমিয়াম, লিড, অ্যালুমিনিয়াম, ক্যাডমিয়ামসহ একাধিক বিষাক্ত ধাতব উপাদান। এসব উপাদান নিয়মিত শরীরে প্রবেশ করলে কিডনি, ফুসফুসসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
গবেষণা অনুযায়ী, যারা প্রতিদিন ২ থেকে ৩ বার লিপস্টিক ব্যবহার করেন, তাদের শরীরে দীর্ঘমেয়াদে ক্যাডমিয়ামের মতো বিষাক্ত পদার্থ জমা হতে পারে। এতে কিডনির ক্ষতি, ফুসফুসের জটিলতা, হাড়ের রোগ, এমনকি হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। গাঢ় রঙের লিপস্টিকে এই ঝুঁকি আরও বেশি।
লিপস্টিক ও লিপ বাম উভয় পণ্যে ব্যবহৃত হয় প্যারাবেন নামক এক ধরনের রাসায়নিক, যা শরীরে গেলে ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য নষ্ট করে। এর ফলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকগুণ বেড়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, লিপস্টিক বা লিপ বাম কেনার সময় অবশ্যই লেবেল দেখে নিন। চেষ্টা করুন যতটা সম্ভব প্রাকৃতিক বা রাসায়নিকমুক্ত উপাদান সমৃদ্ধ পণ্য ব্যবহার করার।
Leave a Reply