free tracking

ঘরে ঘরে জ্বর কেন? এই জ্বর কিন্তু সাধারণ নয়! সতর্ক হোন এখনই!

বর্ষা মৌসুম এলেই আমাদের দেশে বাড়ে ভাইরাসঘটিত নানা রোগের প্রাদুর্ভাব। সাম্প্রতিক সময়ে ঘরে ঘরে যে জ্বর দেখা দিচ্ছে, সেটি সাধারণ মৌসুমি জ্বর না-ও হতে পারে। তাই এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

স্বল্পমেয়াদি এই জ্বর ২-৫ দিন স্থায়ী হয় এবং সঙ্গে থাকে গা-হাত-পায়ের ব্যথা। অনেক সময় জয়েন্টেও প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। চিকিৎসকদের মতে, এগুলো ভাইরাল ফিভার হলেও এর উৎস আলাদা হতে পারে।

ডেঙ্গু সারা বছরই, তবে বর্ষায় প্রকোপ বেশি

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু এখন আর শুধু বর্ষাকালের রোগ নয়। জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গুবাহী এডিস মশা এখন সারা বছরই সক্রিয়। তবে বর্ষায় ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ে।

ফিরছে চিকুনগুনিয়া, জিকা ভাইরাসের আশঙ্কাও

২০১৭ সালে ঢাকায় চিকুনগুনিয়ার ভয়াবহ প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। জ্বরের সঙ্গে তীব্র জয়েন্ট পেইন, মাসল পেইন ইত্যাদি উপসর্গে ভুগেছেন অনেক রোগী। এ বছর আবারও চিকুনগুনিয়ার উপস্থিতি মিলছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যদিও এখনো বাংলাদেশে জিকা ভাইরাসের বড় আকারে প্রাদুর্ভাব দেখা যায়নি, তবু সতর্কতা জরুরি। কারণ, জিকা ছড়ায় একই মশার মাধ্যমে যা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া নেগেটিভ আসলেও উপসর্গ থাকলে জিকা ভাইরাসের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না।

বাড়ছে রেসপিরেটরি ভাইরাসের সংক্রমণ

ডেঙ্গু-চিকুনগুনিয়ার পাশাপাশি এখন দেখা দিচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এবং বিভিন্ন রেসপিরেটরি ভাইরাস যেমন RSV, কক্সাকি ও অ্যাডেনোভাইরাস। এসব ভাইরাসে সাধারণত জ্বর, সর্দি-কাশি, গা-ব্যথা দেখা দেয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এ ভাইরাসগুলি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

মাস্ক পড়া কেন এখনো জরুরি?

চিকিৎসকদের মতে, আমরা মাস্ক পড়া প্রায় ভুলেই গেছি। অথচ ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এবং অন্যান্য রেসপিরেটরি ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরা অত্যন্ত জরুরি। তবে মশাবাহিত রোগের ক্ষেত্রে মাস্ক কোনো সুরক্ষা দিতে পারে না।

মশা নিয়ন্ত্রণে ব্যর্থতা—একটি জাতীয় দুর্ভাগ্য

সরকার বিভিন্ন সময় মশা নিয়ন্ত্রণে উদ্যোগ নিলেও বাস্তবে ফল তেমন দেখা যায় না। চিকিৎসকদের মতে, মশা নিয়ন্ত্রণ করতে পারলেই ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও এমনকি ম্যালেরিয়ার মতো রোগগুলো অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

করণীয়:

  • জ্বর হলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে
  • বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না
  • নিয়মিত মশারি ব্যবহার ও মশানিধন ব্যবস্থা নিতে হবে
  • ইনফ্লুয়েঞ্জা ও রেসপিরেটরি ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন
  • শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নিতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *