যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্টিক ছবি ঘিরে খবরের শিরোনাম চারিদিকে। এদিকে অপু বিশ্বাসের জবাবের অপেক্ষায় ছিলেন নেটিজেনরা। এরপর রাজধানীর বনানীর একটি অনুষ্ঠানে দেখা যায় অপু বিশ্বাসকে। সেখানে বেশ কৌশলী জবাব দিয়েছেন চিত্রনায়িকা। এদিকে শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকলেও বড় ছেলে আব্রাম খান জয়ের ছবি শেয়ার করেছেন।
শাকিব খানের ঘনিষ্ঠ ও ভক্তরা মনে করেন, দুই সন্তানের জন্য সমানভাবে দায়িত্ব পালন করেন শাকিব। তিনি যেটা করেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে। বাবা হিসেবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি। কোনোভাবেই যাতে ভাঙা দাম্পত্যের প্রভাব সন্তানদের ওপর না পড়ে, তা নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সৌজন্য সম্পর্ক বজায় রাখেন।
এমন আবহে শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজের স্টোরিতে একটি ছবি শেয়ার করে নেন শাকিব। তাতে দেখা যায় বড় ছেলে আব্রাম খান জয়কে। তাতে শাকিব খান লিখেছেন, ‘মিস ইউ পাপা’।
বুবলীর সঙ্গে একফ্রেমে আসার পর ভক্তদের অনেকে প্রশ্নও ছোঁড়েন, বুবলীর ছেলে শেহজাদকে পেয়ে অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়কে এড়িয়ে গেলেন কী না শাকিব খান! আদতে তা নয়! ভক্তদের এমন জল্পনায় এবার জল ঢাললেন ঢালিউড মেগাস্টার।

Leave a Reply