আজকাল অনেকেই সৌন্দর্য চর্চায় সময় ব্যয় করে থাকেন। নিজে পরিচর্যার পাশাপাশি মাঝে মধ্যেই বিউটি পার্লারে যান। এ ক্ষেত্রে তরুণীদের ভ্রু নিয়ে কাজ করতে দেখা যায়। আয়নার সামনে দাঁড়ানোর পর ভ্রু’র যাচ্ছে তাই অবস্থা দেখলেই পার্লারে ছুটে যান তারা। কিন্তু জানেন কি- এই অভ্যাস থেকেই নাকি ভয়াবহ লিভারের সমস্যা হওয়ার ঝুঁকি রয়েছে।
এ ব্যাপারে চিকিৎসক অদিতিজ দামিজা জানিয়েছেন, পার্লারে ভ্রু’র কাজ করাতে নিয়ে অনেকেই বিপদে পড়ে থাকেন। লিভার বিকল হওয়ার মতো বড় সমস্যার ঝুঁকি বয়ে আনেন তারা। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ চিকিৎসক জানিয়েছেন, ২৮ বছরের এক তরুণী স্থানীয় পার্লার থেকে ভ্রু ঠিক করার পর থেকে লিভারের জটিল সমস্যায় ভুগছেন।
চিকিৎসক অদিতিজের দাবি―পার্লারে ব্যবহার করা সুতাই বিপদের কারণ। অবাক লাগলেও সত্য যে, এটি ভাবনার বিষয়। ছোট ছোট পার্লারে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা হয় না। একই সুতা দিয়ে একাধিক মানুষের ভ্রু ঠিকঠাক করা হয়। এ সময় অনেকেরই ত্বক কেটে যায়। রক্ত বের হয়। এতে জীবাণু সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়।
তিনি বলেন, হেপাটাইটিস বি বা সি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। জীবাণু সংক্রমণের জন্য সঙ্গে সঙ্গে কোনো সমস্যা দেখা না দিলেও বছরখানেক বা কয়েক বছর পর সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করতে হবে। এ ব্যাপারে কয়েকটি সতর্কতার কথা বলেছেন চিকিৎসক অদিতি।
পরামর্শ:
পার্লারে গিয়ে ভ্রু ঠিক করার সময় অবশ্যই নতুন সুতা দিয়ে আইব্রো থ্রেডিং করানোর চেষ্টা করবেন। যদি এটি সম্ভব না হয়, প্রয়োজনে পার্লার থেকে ফিরে আসুন। পার্লারে যিনি কাজ করছেন, তাকে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে নেয়ার জন্য বলবেন। প্রয়োজনে হ্যান্ড গ্লাভস পরতে বলুন। আপনার ব্যবহৃত জিনিস আপনি নিজেই পার্লারে নেয়ার চেষ্টা করুন। এতে সমস্যা হওয়ার ঝুঁকি কম। সুরক্ষার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হেপাটাইটিস বি ভ্যাকসিন নিন।
মনে রাখবেন, পার্লার থেকে বাসা-বাড়িতে আসার পর যদি ক্লান্তিবোধ, হলুদ চোখ, হলুদ প্রস্রাব হয়, তাহলে সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। প্রয়োজনে পরামর্শ অনুযায়ী পরীক্ষা করে ওষুধ সেবন করুন।
Leave a Reply