দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মধ্যে মে মাসে চলা চার দিনের সংঘর্ষ নিয়ে নতুন করে পাল্টাপাল্টি দাবি তুলেছে দুই দেশ। গতকাল শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের ‘ছয়টি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিতের’ দাবিকে ‘অসম্ভব’ ও ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছেন।
আসিফ এক বিবৃতিতে বলেন, ‘ভারতের হাতে একটি পাকিস্তানি বিমানও ধ্বংস হয়নি। এই দাবি শুধু ভুলই নয়, বরং তাদের সামরিক কৌশলের বিশাল ব্যর্থতাকে আড়াল করার এক মরিয়া প্রচেষ্টা। এর পেছনে ভারতের রাজনৈতিক নেতৃত্বের কৌশলগত স্বল্পদৃষ্টিই দায়ী।’
তিনি আরও বলেন, ‘সংঘর্ষের পরপরই পাকিস্তান আন্তর্জাতিক গণমাধ্যমকে বিস্তারিত প্রযুক্তিগত তথ্য দিয়েছিল। স্বাধীন পর্যবেক্ষকরাও স্বীকার করেছেন, সংঘর্ষে ভারতের একাধিক বিমান—এর মধ্যে রাফালও ছিল—নষ্ট হয়েছে। বিশ্বনেতা, ভারতের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিদেশি গোয়েন্দা সংস্থার তথ্যেও এসব ক্ষতির বিষয়টি উঠে এসেছে।’
পাকিস্তানের দাবি, সংঘর্ষ চলাকালে তাদের বাহিনী ভারতের ছয়টি যুদ্ধবিমান, এস–৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কয়েকটি ড্রোন ধ্বংস করে। একই সঙ্গে দ্রুত কয়েকটি ভারতীয় বিমানঘাঁটি অকার্যকর করে দেওয়া হয়।
এর আগে শনিবার ভারতের বিমানবাহিনীর প্রধান অমর প্রীত সিং দাবি করেন, ওই চার দিনের সংঘর্ষে ভারত ছয়টি পাকিস্তানি বিমান, এর মধ্যে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই দাবি আসে সংঘর্ষ শুরুর তিন মাস পর।
গত ২২ এপ্রিল ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি পর্যটনকেন্দ্রে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। পরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
Leave a Reply