free tracking

অবশেষে বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বাগদান সম্পন্ন!

বিশ্ব ফুটবলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।

জর্জিনা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বড় আকারের আংটির একটি ছবি শেয়ার করে স্প্যানিশ ভাষায় লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি।’ তবে বাগদান নিয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। রোনালদো—যিনি ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারীপ্রাপ্ত ব্যক্তি—এখনও বিষয়টি নিয়ে মন্তব্য করেননি।

দু’জনের পরিচয় হয় নয় বছর আগে, মাদ্রিদের একটি গুচি দোকানে, যেখানে জর্জিনা কর্মরত ছিলেন। সে সময় রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে খেলছিলেন। বর্তমানে সৌদি আরবের আল-নাসের দলে খেলছেন এই পর্তুগিজ তারকা।

রোনালদোর মোট পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে দুইজনের মা জর্জিনা। তাঁদের কনিষ্ঠ কন্যা বেলা জন্ম নেয় ২০২২ সালের এপ্রিল মাসে; একই সময়ে জন্ম নেওয়া তাঁদের পুত্র সন্তান মৃত অবস্থায় জন্মেছিল। জর্জিনা রোনালদোর অন্য তিন সন্তানেরও দেখাশোনা করছেন।

৩১ বছর বয়সী জর্জিনা নেটফ্লিক্সে নিজের রিয়েলিটি শো ‘আই অ্যাম জর্জিনা’-তে বাগদান নিয়ে গুঞ্জনের প্রসঙ্গ তুলেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর বন্ধুরা সবসময় মজা করে বিয়ের কথা বলেন। জেনিফার লোপেজের ‘দ্য রিং অর হোয়েন’ গান বের হওয়ার পর থেকে তাঁকে গানটি শোনানো শুরু হয়। তবে, বিয়ের সিদ্ধান্ত তাঁর হাতে নেই বলেও জানান তিনি।

বাগদানের খবরে ইতোমধ্যেই সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। কিম কার্দাশিয়ানসহ বহু তারকা পোস্টে লাইক দিয়েছেন। ২০২২ সালে রোনালদোর সাক্ষাৎকার নেওয়া পিয়ার্স মরগান শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তাঁদের দাম্পত্য জীবনে যেন ফুটবল মাঠের মতোই সাফল্য আসে।’ সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট শার্লট টিলবারি একে ‘দারুণ খবর’ বলেছেন। আর অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের স্ত্রী লরেন সানচেজ-বেজোস মন্তব্য করেছেন, তিনি এই খবরে ‘খুবই খুশি’।

বর্তমানে পরিবারসহ সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করছেন রোনালদো। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আল-নাসেরে যোগ দেন এবং বছরে প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড (২৩৮ মিলিয়ন মার্কিন ডলার) আয় করছেন বলে ধারণা করা হয়। চলতি বছরের জুনে ঘোষণা আসে যে ৪০ বছর বয়সী এই ফুটবলারের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে, যদিও এর আগে তাঁর অবসরের জল্পনা ছড়িয়েছিল।

এক্সে দেওয়া এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। চলুন ইতিহাস গড়ি।’

সূত্র: বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *