free tracking

শুভশ্রী ও রুক্মিণীকে নিয়ে যা বললেন দেব!

দীর্ঘ দশ বছর পর পর্দায় ফিরছে জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। তাদের ছবি ‘ধূমকেতু’-র ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। পুরোনো রসায়নের ঝলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম ভক্তরা।

তবে সেই উচ্ছ্বাসের ফাঁকেই কিছু কুরুচিপূর্ণ মন্তব্য ও মিম ছড়িয়ে পড়েছে দেব-শুভশ্রীর বর্তমান সঙ্গী রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র-কে ঘিরে। এই পরিস্থিতিতে নীরবতা ভেঙে এবার সরাসরি ক্ষমা চাইলেন দেব।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন,“এটি অত্যন্ত দুঃখজনক যে কিছু মানুষ ভালো কিছুকেও ইতিবাচকভাবে নিতে পারে না। রাজ ও রুক্মিণী বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে সামলেছেন। আমাদের পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন,“একজন প্রযোজক হিসেবে আমি রাজ, শুভশ্রী এবং রুক্মিণীর কাছে এই ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা চাইছি।”

দেব জানান,“আমরা শুধু দর্শকদের চাহিদা অনুযায়ী দেব-শুভশ্রী জুটির নস্টালজিয়া ফিরিয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু কিছু মানুষ ব্যক্তিগতভাবে আক্রমণ করছে—যা একেবারেই অনুচিত। এই ছবির সাফল্যে সবার অবদান আছে, বিশেষ করে রুক্মিণীর। আমি তাকে নিয়ে গর্বিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *