বর্তমান সময় বাড়িতে সবাই ব্যবহার করছেন ওয়াই-ফাই, অনেকেই ২৪ ঘণ্টাই রাউটার চালু রাখেন। আবার কেউ কেউ রাতে ঘুমানোর আগে বন্ধ করে দেন। কিন্তু সারারাত চালিয়ে রাখলে কী পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, তা অনেকেরই জানা নেই।
ওয়াই-ফাই রাউটার সাধারণত ৫ থেকে ২০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। ধরুন, আপনার রাউটার প্রতি ঘন্টায় ১০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। তাহলে মাসে (৩০ দিন ধরে) মোট ৭২০ ঘণ্টা চলবে। এর মানে, ১০ ওয়াট × ৭২০ ঘণ্টা = ৭২০০ ওয়াট ঘণ্টা বা ৭.২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।
যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম হয় ৭ টাকা ৫০ পয়সা, তাহলে মাসে রাউটারের বিদ্যুৎ খরচ দাঁড়াবে ৭.২ × ৭.৫০ = ৫৪ টাকা। আর যদি রাতে ১২ ঘণ্টা বন্ধ রাখা হয়, তাহলে খরচ দাঁড়াবে অর্ধেক, অর্থাৎ ২৭ টাকা।
তাহলে খরচ খুবই কম হওয়ায় রাউটার সারারাত চালু রাখলেও মাসিক বিদ্যুৎ বিলের উপর তেমন প্রভাব পড়বে না। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাউটার বারবার বন্ধ-চালু করলে ডিভাইসের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
সুতরাং, খরচ কম থাকলেও নিরাপদ ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য রাতে রাউটার বন্ধ রাখা না হলে কমপক্ষে অতিরিক্ত চালু করা উচিত নয়।
Leave a Reply