ভূমি সেবায় অনিয়ম, ধীরগতি ও জটিলতা কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে শিগগিরই সারাদেশে চালু হচ্ছে অটোমেটেড ভূমি সেবা। এই সেবার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই ভূমি-সংক্রান্ত বিভিন্ন পরিষেবা যেমন নামজারি, পর্চা, অভিযোগ দাখিল ও নিষ্পত্তি পেতে পারবেন, যা সময় ও খরচ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১৩ আগস্ট) ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান, “দেশের অধিকাংশ বিরোধের মূল উৎস ভূমি। তাই এই খাতকে ডিজিটালাইজ করা হচ্ছে, যাতে বিরোধ কমে এবং মানুষ দ্রুত সেবা পায়।”
এই নতুন ব্যবস্থায় জমির রেকর্ড, নামজারি ও পর্চা অনলাইনে পাওয়া যাবে। এছাড়া সার্ভিস ট্র্যাকিং সিস্টেমে সেবা প্রক্রিয়া কোন অবস্থায় আছে তা নাগরিকরা নিজেরাই দেখতে পারবেন। অনলাইনে ভূমি সংক্রান্ত অভিযোগ দাখিল ও নিষ্পত্তির ব্যবস্থাও থাকবে, ফলে ঘুষ ও হয়রানির সুযোগ কমে আসবে।
পাইলট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আলোচনায় অংশ নেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।
এছাড়াও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, সেটেলমেন্ট অফিসার সারোয়ার উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা এবং অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সরকারি পরিকল্পনা অনুযায়ী ফেনীতে সফল পাইলটিংয়ের পর ধাপে ধাপে সারা দেশে অটোমেটেড ভূমি সেবা চালু করা হবে। এতে ভূমি সংক্রান্ত বিরোধ, হয়রানি ও দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply