free tracking

এবার হোয়াটসঅ্যাপেই টাকা পাঠানো যাবে, জানুন সহজ পদ্ধতি!

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নিয়ে এলো নতুন ফিচার হোয়াটসঅ্যাপ পে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আর আলাদা কোনো অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে টাকা পাঠানো ও গ্রহণ করতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ পে?
১. প্রথমে হোয়াটসঅ্যাপে গিয়ে Payments অপশনে ঢুকুন।
২. ব্যাংক অ্যাকাউন্ট UPI সিস্টেমের মাধ্যমে লিংক করুন।
৩. নিজের UPI ID ও পিন সেট করুন।

টাকা পাঠানোর পদ্ধতি

  • যাকে টাকা পাঠাতে চান, তার সঙ্গে চ্যাট খুলুন।
  • Payment অপশন সিলেক্ট করে টাকার পরিমাণ লিখুন।
  • UPI পিন দিয়ে কনফার্ম করুন।
  • টাকা গ্রহণের পদ্ধতি
  • যিনি টাকা পাবেন, তাকেও হোয়াটসঅ্যাপ পে সেটআপ করতে হবে।
  • টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

নিরাপত্তা কেমন?
হোয়াটসঅ্যাপ পে–তে ব্যবহৃত হয় এন্ড-টু-এন্ড এনক্রিপশন, যা আপনার মেসেজের মতোই সুরক্ষিত। এছাড়া লেনদেনের জন্য প্রয়োজনীয় UPI পিন শুধুমাত্র আপনার জানা থাকবে।

ভারতে পরীক্ষামূলকভাবে চালুর পর ইতোমধ্যেই ১০ কোটির বেশি মানুষ এই ফিচার ব্যবহার করেছেন। সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) সীমাবদ্ধতা তুলে নেওয়ায় এখন আরও বেশি মানুষ এই সুবিধা নিতে পারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *