বর্তমানে অপটিক্যাল ইলিউশনের সঙ্গে অনেকেই বেশ পরিচিত। অপটিক্যাল ইলিউশন হচ্ছে একটি দৃষ্টিভ্রম ছবি বা ভিডিওর একাধিক অর্থ; যা ব্যক্তিভেদে সবসময় আলাদা উত্তর হয়ে থাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার ভাইরাল হয়েছে এমনই এক দৃষ্টিভ্রমের ছবি। যেখানে প্রথমে দেখলে মনে হবে- শুধু কিছু সবুজ পাতা। কিন্তু ঠিক পাতার মধ্যেই লুকিয়ে আছে একটি ব্যাঙ!
১৫ সেকেন্ডের মধ্যে ব্যাঙটি খুঁজে বের করুন। বলাই বাহুল্য, যারা খুঁজে পান, তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ!
এমন দৃষ্টিভ্রম ছবিগুলো শুধু মজা নয়, বরং মস্তিষ্কের ব্যায়ামও। এটি আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা শক্তিশালী, সেটাও জানিয়ে দেয়।
খুঁজে পেয়েছেন?
যদি এখনো না পেয়ে থাকেন, আবার একবার মনোযোগ দিয়ে দেখুন। ব্যাঙটি পাতার রঙের সঙ্গে এতটাই মিশে আছে, খুঁজে পাওয়া সহজ নয়।

উল্লেখ্য, খুঁজে পেলে অভিনন্দন! আর না পেলে? চিন্তার কিছু নেই—ছবির শেষে লাল চিহ্নে ব্যাঙটি দেখিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply