আটলান্টিকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ‘এরিন’ নামে ঝড়টি শক্তির দিক থেকে ক্যাটাগরি-৫ এ অবস্থান করছে।
শনিবার (১৭ আগস্ট) মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি) এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে অ্যাঙ্গুইলা থেকে ১০৫ মাইল (১৭০ কিমি) উত্তরে অবস্থান করছে। ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল (২৫৫ কিলোমিটার)।
এনএইচসি জানিয়েছে, এরিন সপ্তাহান্তে এবং আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম আটলান্টিকের ওপর আরও শক্তিশালী হবে। এর ফলে সপ্তাহজুড়ে উত্তর লিউয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিস্পানিওলা এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জ প্রভাব থাকবে। আগামী সপ্তাহে এর প্রভাব বাহামা, বারমুডা এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়বে।
ঘূর্ণিঝড় এরিনের প্রভাবে রোববার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া সোমবারের দিকে মার্কিন পূর্ব উপকূল এবং বারমুডার মধ্যে উত্তর দিকে মোড় নেওয়ার আগে ঝড়টি উত্তর ক্যারিবিয়ান লিওয়ার্ড দ্বীপপুঞ্জের উত্তরে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply