free tracking

আর্টসেলকে ১২ ঘণ্টার আলটিমেটাম সাবেক সমন্বয়কের!

ক্ষতিপূরণসহ টাকা ফেরত চেয়ে দেশের রক ধারার জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল ও এর অন্যতম সদস্য জর্জ লিংকনকে ট্যাগ করে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আলটিমেটাম দেন তিনি।

আম্মার তার পোস্টে লিখেছেন, ‘কালচারাল ফ্যাসিস্ট আর্টসেল, লিংকন আর্টসেল আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন; ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।’

তিনি আরও লেখেন, ‘মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ তালিকা দেওয়া হয়েছে। এটা না দিলে কোন কোন আইনে মামলা হবে সেটার তালিকা আমরা প্রস্তুত করছি এবং আগামীর কানাডা সফর বাতিলের আওয়াজ তুলব আমরা।’ পোস্টে আম্মার আরও জানান,‘তাদের ম্যানেজারের সাথে কথা বললে সে জানায়, এটাকে সে মিডিয়ার সামনে চাঁদাবাজি হিসেবে আনবে, আমি এখানে ওপেন ডিকলারেশন দিচ্ছি— নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগের সাথে যোগাযোগ মেইনটেইন করে শেষ মুহূর্তে কনসার্ট ক্যান্সেল করছো।’

সবশেষে তিনি লেখেন, ‘তোমাদের টাকা নিয়ে ক্যাম্পাসে কুকুরগুলোকে খাওয়াব। আর এটা চাঁদাবাজি হিসেবে সামনে আনলে আনো। তোমার কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স। সময় মাত্র ১২ ঘণ্টা।’

এদিকে বিষয়টি নিয়ে আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন গণমাধ্যমকে জানান, ‘বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সময়মতো সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভোকাল লিংকন ভাই খুব অসুস্থ। তাকে বাদ দিয়ে তো আর কোনো কিছু করা সম্ভব নয়।’

এর আগে, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফর্ম করার কথা ছিল ব্যান্ডদল আর্টসেলের। কিন্তু হঠাৎই আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা পোস্ট করে কনসার্ট বাতিলের কথা জানায়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আয়োজক ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন আয়োজকেরা।

এ বিষয়ে আয়োজক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা সমস্ত আয়োজন, মঞ্চ, ডেকোরেশন প্রস্তুত করার পর হঠাৎ আর্টসেল ফেসবুকে ঘোষণা দেয় অনিবার্য কারণে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টে আসছে না। এতে আমরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। তারা নিষিদ্ধ ছাত্রলীগের ই-মেইলের রিপ্লাই দিয়েছে। এর প্রমাণ আমাদের কাছে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *