পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘটেছে এক অবাক করা ঘটনা। বিয়ের দাবিতে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ স্থানীয় এক নারীর বাড়িতে গিয়ে অনশন করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এই নাটকীয় ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনশনকারী বৃদ্ধের নাম আবুল কাসেম মুন্সি। তিনি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে। আর যাকে বিয়ে করার দাবি তুলেছেন, তিনি ওই এলাকার মৃত রহমান খানের মেয়ে মাহিনুর বেগম (৩৫)।
টাকার বিনিময়ে প্রতিশ্রুতি, এরপর হঠাৎ গায়েব!
বৃদ্ধ আবুল কাসেম জানান, তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি নতুন করে সংসার করার জন্য বিয়ের প্রস্তাব দেন মাহিনুরকে। প্রথমদিকে রাজিও হয়েছিলেন মাহিনুর। এমনকি প্রায় দুই মাস আগে সম্পর্কের শুরুতেই তার কাছ থেকে ধাপে ধাপে ৩৫ থেকে ৪০ হাজার টাকা নিয়েছেন বলে দাবি করেন বৃদ্ধ কাসেম।
তিনি বলেন, “হঠাৎ করেই মাহিনুর যোগাযোগ বন্ধ করে দেয়। ভুল ঠিকানা দেয়, এমনকি আমাকে এড়িয়ে চলতে শুরু করে। আমি টানা কয়েক দিন খুঁজে অবশেষে তার বাড়ি খুঁজে পাই। এখন হয় সে আমাকে টাকা ফেরত দিবে, নয়তো আমাকে বিয়ে করতে হবে।”
এলাকাবাসীর অভিযোগ
এলাকাবাসী জানায়, মাহিনুরের চরিত্র নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। তাদের দাবি, তিনি একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনার খবর জানাজানি হতেই মাহিনুর আত্মগোপনে চলে যান। পরে ফোনে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।
প্রশাসনের বক্তব্য
স্থানীয় ইউপি সদস্য পলাশ ফকির জানান, “তারা দুজনই আগে একাধিকবার বিয়ে করেছেন। তবে বৃদ্ধ বর্তমানে অনশনে নেই। কীভাবে বিষয়টির সমাধান হবে, তা বলা যাচ্ছে না।”
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, “এখনও আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনাকে ঘিরে এলাকায় চলছে জোর আলোচনা। অনেকেই বলছেন, বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও এমন ঘটনার পুনরাবৃত্তি প্রতারণার নতুন কৌশল হয়ে উঠছে।
Leave a Reply