free tracking

বিয়ে পর্যন্ত এগিয়েও যে কারণে দেব-শুভশ্রীর প্রেমে ভাঙন!

বিয়ে পর্যন্ত এগিয়েও দেব-শুভশ্রীর প্রেমে ভাঙন যে কারণেবিয়ে পর্যন্ত এগিয়েও দেব-শুভশ্রীর প্রেমে ভাঙন যে কারণেদশ বছর পর ধূমকেতু সিনেমা নিয়ে বেশ আলোচনায় টলিপাড়ার তারকা জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। এক সময় তাদের সম্পর্ক ছিল ‘ওপেন সিক্রেট’। প্রকাশ্যে কখনো স্বীকার না করলেও দেব-শুভশ্রীর প্রেমের খবর সবার জানা।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জ’ ছবি থেকে দুজনের প্রেম শুরু। ওই সময় থেকে তাদের সম্পর্কের সূত্রপাত। পর্দায় দেব-শুভশ্রী জুটি দারুণ হিট হয়। যদিও রিলেশনশিপে থাকাকালীন তারা নিজেদের ‘ভালো বন্ধু’ তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন।

এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে, খোকাবাবু, রোমিও’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় দারুণ সাড়া ফেলেন এই জুটি।

পর্দায় দেব ও শুভশ্রীর রসায়ন দর্শকের বেশ মন কাড়ে। সেই সম্পর্ক পর্দার বাইরে বিয়ে পর্যন্ত যায়। তা দুই তারকার পরিবারেরও জানা ছিল; কিন্তু তাদের সম্পর্ক ভাঙার পর অনেকেই অবাক হয়েছিলেন।

তাদের ব্রেকআপের পর বিষয়টি সবাই জানতে পারে। জানা যায়, এ জুটির মাঝে চলে এসেছিলেন রুক্মিণী মৈত্র। যদিও সেই সময় রুক্মিণী অভিনয় করতেন না, মডেলিং করতেন। দেবের সঙ্গে তার বন্ধুত্ব ক্রমেই বাড়তে থাকে। যার খবর পৌঁছায় শুভশ্রীর কানে। এরপর থেকে দেব-শুভশ্রীর সম্পর্কে ভাঙন শুরু হয়।

অন্য একটি সূত্র বলছে, প্রেম চলাকালীন শুভশ্রী সম্পর্ককে আরও একধাপ এগিয়ে বিয়ে পর্যন্ত যেতে চেয়েছিলেন। তবে ক্যারিয়ার ‍নিয়ে ব্যস্ত ছিলেন দেব। তাই শুভশ্রীকে বিয়ে করা সম্ভব ছিল না দেবের। এ বিষয় নিয়েই ঝগড়া-অশান্তি শুরু হয়, যার থেকে ভাঙন।

তবে ব্রেকআপের পর দেবের জীবনে রুক্মিণী পাকাপাকি জায়গা করে নিলেও শুভশ্রী নিজেকে বড়পর্দা থেকে একেবারে সরিয়ে নেন। পরাণ যায় জ্বলিয়া রে-সিনেমার পর শুভশ্রীকে আর দেখা যায়নি। এর চার বছর পর কামব্যাক করেন শুভশ্রী।

বর্তমানে রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবন ভালো কাটাচ্ছেন শুভশ্রী। তাদের সংসারে আছে দুই সন্তান। অতীত জীবন নিয়ে এখন আর কোনো আক্ষেপ নেই।

অন্যদিকে রুক্মিণীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দেব। তবে তারা কবে বিয়ে করছেন, তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *