টেক জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৭ প্রো মডেলের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, নতুন মডেলের দাম বর্তমানের তুলনায় ৫০ ডলার বেড়ে দাঁড়াতে পারে ১ হাজার ৪৯ ডলারে।
তবে বাড়তি দামেও গ্রাহকদের আকৃষ্ট করতে অ্যাপল বেস স্টোরেজ দ্বিগুণ করছে। এবার আর ১২৮ জিবি নয় বরং ২৫৬ জিবি স্টোরেজ দিয়েই শুরু হবে আইফোন ১৭ প্রো। ফলে বেস মডেল কিনলেই ব্যবহারকারীরা অতিরিক্ত স্টোরেজ সুবিধা পাবেন।
চীনা সোশ্যাল মিডিয়ায় অ্যাপল-সংক্রান্ত তথ্য ফাঁসকারী ইনস্ট্যান্ট ডিজিটাল দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে ৩০ শতাংশ ট্যারিফ আরোপের কারণে অ্যাপলকে এই দাম বাড়াতে হচ্ছে। তবে বিষয়টিকে কোম্পানি “আপগ্রেড” হিসেবে উপস্থাপন করতে চাইছে।
এমন কৌশল নতুন নয়। ২০২৩ সালে আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে ১২৮ জিবি স্টোরেজ বাদ দিয়ে সরাসরি ২৫৬ জিবি থেকে শুরু করেছিল অ্যাপল। তখনও দাম বাড়লেও কোম্পানি সেটিকে আগের ২৫৬ জিবি স্তরের দাম হিসেবেই ব্যাখ্যা করেছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক সিআইআরপি জানাচ্ছে, ২০২৪-২৫ অর্থবছরে মার্কিন গ্রাহকদের ৪৮ শতাংশই বেশি স্টোরেজের আইফোন কিনেছেন। ফলে যারা এমনিতেই বেশি স্টোরেজ নেন, তাদের জন্য মোট খরচ অপরিবর্তিত থাকবে। বরং যারা বেস মডেল কিনবেন, তারাই অতিরিক্ত স্টোরেজ সুবিধা পাবেন।
বিশ্লেষকরা মনে করছেন, চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্কই মূল কারণ। তবে বেস স্টোরেজ বাড়িয়ে অ্যাপল এটিকে মূল্য সংযোজন হিসেবে বাজারজাত করবে। এতে সবচেয়ে বেশি দামের মডেলের বিক্রি কমলেও, ক্লাউড-ভিত্তিক সার্ভিস যেমন iCloud+ থেকে আয় বাড়াতে পারে অ্যাপল।
অ্যাপল আইফোন ১৭ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবে এ বছরের সেপ্টেম্বরে। আর তখনই জানা যাবে, দাম ও স্টোরেজ কৌশল গ্রাহকরা কীভাবে গ্রহণ করছে।
Leave a Reply