মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও এর প্রভাবে শুরু হয়েছে ভ্যাপসা গরম। তবে এই পরিস্থিতি বেশিদিন থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার (২০ আগস্ট) পর্যন্ত গরমের অনুভূতি বজায় থাকতে পারে। এরপর বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে।
সোমবার (১৮ আগস্ট) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের আটটি বিভাগ—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
তরিফুল নেওয়াজ কবির জানান, ২১ আগস্ট থেকে উপকূলীয় অঞ্চল এবং সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়বে। এ ছাড়া সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল রোববার দেশের সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে। অন্যদিকে বেশি বৃষ্টি হয়েছে রংপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে।
Leave a Reply