free tracking

‘পাগল বানিয়ে ছাড়ার’ হুমকি দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন!

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির মধ্যকার দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন গোলাম মাওলা রনিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তাকে ও তার পরিবারকে নিয়ে গুরুতর হুমকি দিয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় যখন, ইলিয়াসের অভিযোগ অনুযায়ী, গোলাম মাওলা রনি এক নারীর ছবি ব্যবহার করে তাকে ইলিয়াসের মা হিসেবে পরিচয় দিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি দীর্ঘ ও আক্রমণাত্মক পোস্ট দেন।

ইলিয়াস হোসেনের ফেসবুক পোস্টে যা লিখেছেন:

পোস্টের শুরুতে ইলিয়াস হোসেন গোলাম মাওলা রনিকে “#ময়লা” হ্যাশট্যাগ দিয়ে সম্বোধন করে বলেন, “গোলাম #ময়লা রনি মানুসিক ভারসম্য হারিয়েছো। সে এক নারীর ছবি দিয়ে তাকে আমার মা বানিয়ে সীমাহীন আ’পত্তিকর কথাবার্তা লিখেছো।”

তিনি স্পষ্ট করেন যে ছবিতে থাকা নারী তার মা নন, তবে তিনি কারও না কারও মা, বোন বা মেয়ে। ছবিটি অপব্যবহারের জন্য ওই নারীর পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

এরপর ইলিয়াস হোসেন সরাসরি রনিকে উদ্দেশ্য করে বলেন, “এবার আমার কথায় আসি। আমার বিরুদ্ধে ময়লার শুরু থেকে শেষ পুরোটা গল্পের কোথাও কোন তথ্যপ্রমাণ নেই যে কারণে সত্য নাকি মিথ্যা সেটা আপনাদের বিবেক দিয়েই বুঝে নেন।” তিনি পাল্টা দাবি করেন যে, রনির বিরুদ্ধে তার কাছে সব প্রমাণ রয়েছে এবং তিনি কোনো বানানো গল্প বলবেন না।

পোস্টের সবচেয়ে উদ্বেগজনক অংশে ইলিয়াস হোসেন সরাসরি গোলাম মাওলা রনি ও তার পরিবারকে টার্গেট করে হুমকি দেন। তিনি লেখেন:

“রনি হয়তো মনে করেছে আমি তাকে নিয়ে অন্ধকারে ঢিল মারছি, আমি রনির কি করতে পারি সেটা রনিকে ২-১ দিনের মধ্যেই বুঝানো হবে। রনির ঘরে আমি ঢুকে যাবো। রনির বউ, মা-মেয়ে সবার সাথে খেলে আসবো। (এ খেলা সেই খেলা না) তাদেরকে দিয়েই রনির পি’ছনে বাঁশ দেয়া হবে।”

তিনি রনিকে এক মাসের মধ্যে জেলে পাঠানোর হুমকি দিয়ে আরও বলেন, “তোকে এই মাসের ভেতরে তোকে জেলে পাঠাবো, জামা-কাপড়, স্যুটকেইস নিয়ে তোর বাবা মুজিবের মতো রেডি থাক।”

পোস্টের শেষে তিনি খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লেখেন, “চ্যালেঞ্জ দিলাম তোরে পা’গল বানায়ে ফেলবো।”

এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার জন্ম দেয়। দুজনের ব্যক্তিগত দ্বন্দ্ব এখন প্রকাশ্য হুমকি ও পাল্টা হুমকিতে রূপ নেওয়ায় অনেকেই এর আইনগত দিক নিয়ে প্রশ্ন তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *