free tracking

প্রতিদিন কতটা হাঁটা স্বাস্থ্যসম্মত, ৭০০০ নাকি ১০০০০ পা?

নিজের শরীর সুস্থ সবল রাখতে প্রতিদিন হাঁটার কোনও বিকল্প নেই। হৃদরোগ থেকে সুগার, কোলেস্টেরল, সব রোগ কমাতে বেশ উপযোগী এই হাঁটা। বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন ৭০০০ পা হাঁটলে অনেক রোগ থেকে দূরে থাকা যায়। এতদিন প্রচলিত ছিল প্রতিদিন ১০ হাজার পা হাঁটা অত্যন্ত উপকারী। কিন্তু বর্তমানে বিশেষজ্ঞরা বলছেন ৭০০০ পা হাঁটাটাই যথেষ্ট।

পর্যালোচনায় দেখা গেছে, যারা প্রতিদিন ৭,০০০ পদক্ষেপ হাঁটেন, তাঁদের অকালমৃত্যুর ঝুঁকি কমে যায় ৪৭ শতাংশ। এছাড়া কার্ডিওভাসকুলার ডিজিজ (হৃদরোগ), ডিমেনশিয়া ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও ২৫ থেকে ৩৮ শতাংশ কমে।

বিশেষজ্ঞরা বলছেন, ৭,০০০–এর বেশি হাঁটলে অতিরিক্ত সুফল মেলে বটে, তবে ধীরে ধীরে লাভের হার কমতে থাকে। তবে আপনি যদি ইতিমধ্যেই সক্রিয় থাকেন এবং নিয়মিত ১০,০০০ পদক্ষেপ হাঁটেন, তা কমানোর প্রয়োজন নেই।

১,৬০,০০০–এরও বেশি প্রাপ্তবয়স্কদের মধ্যে গবেষণা করা হয়। দেখা যায় প্রতিদিন মাত্র ৪,০০০ পা হাঁটলেও স্বাস্থ্য অনেক ভাল থাকে।

বিশেষজ্ঞদের মতে সহজে পালন করা ও দীর্ঘস্থায়ী অভ্যাস হিসেবে গড়ে তোলার দিক থেকে ৭,০০০ পদক্ষেপ ভাল। গবেষণা বলছে ভারতে শারীরিকভাবে পর্যাপ্ত সক্রিয় নয় এমন মানুষের হার ২০০০ সালে ২২ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। বেশিরভাগ ভারতীয় প্রতিদিন মাত্র ২,৫০০ থেকে ৩,৫০০ পদক্ষেপ হাঁটেন। সুযোগ থাকলে ৭,০০০ পদক্ষেপ অনেক দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *